বিজেপির বাইক মিছিল। নিজস্ব চিত্র।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যেপাধ্যায় জেলা সফরে আসবেন আগামী সোমবার। তার ঠিক দু’দিন আগে শনিবার মেদিনীপুর শহরে বিজেপি-র যুব মোর্চা বাইক মিছিল বার করল। ‘আর নয় অন্যায়’ কর্মসূচিকে সামনে রেখেই তাদের এই বিক্ষোভ বলে জানানো হয়েছে যুব মোর্চার তরফে।
মমতার সফরের আগে এই বাইক মিছিলকে কেন্দ্র করে চাপা উত্তেজনা রাজনৈতিক মহলে। বাইক মিছিল থেকে ‘স্বৈরাচারী’, ‘কাটমানিখোর’, ‘অগণতান্ত্রিক তৃণমূল সরকার’— এমন নানাবিধ স্লোগান তোলা হয় বাইক মিছিল থেকে। এই কর্মসূচিতে শহরের বিভিন্ন এলাকা থেকে প্রায় ৩ হাজার কর্মী-সমর্থক মোটরবাইক নিয়ে অংশ নেন। শহরের রিং রোড এলাকায় বাইক মিছিল পরিক্রমা করে।
বিজেপি-র জেলা সভাপতি শমিত দাস বলেন, ‘‘রাজ্যের প্রতিটি বিধানসভা এলাকায় এই কর্মসূচি পালিত হচ্ছে। যুব মোর্চার উদ্যোগে এই বাইক মিছিলের আয়োজন করা হয়। রাজ্য সরকারের ভাঁওতাবাজির বিরুদ্ধে ১ থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত এই কর্মসূচি পালন করা হচ্ছে। আজ ছিল তার শেষ দিন। মেদিনীপুর শহরে এবং চন্দ্রকোনা রোডে বাইক মিছিল করা হয়েছে।’’
তৃণমূল যদিও দাবি করেছে, মুখ্যমন্ত্রীর সফরের আগে শহরে রাজনৈতিক উত্তেজনা বাড়াতেই বিজেপি-র এই উদ্যোগ। তবে, এ নিয়ে প্রকাশ্যে দলের তরফে কোনও মন্তব্য করা হয়নি।