TMC

বিরসাকে নিয়ে রাজনীতি! সরব সাংসদ 

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাঁকুড়ায় বিরসা মুন্ডা মূর্তিতে মালা দেওয়ার পরে বিতর্ক চলছে। তৃণমূলের দাবি, আদৌও সেটি বিরসার মূর্তি নয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ঝাড়গ্রাম শেষ আপডেট: ০৮ নভেম্বর ২০২০ ০৫:২৬
Share:

ছবি: পিটিআই।

মাঝি পারগানা মহলের বিভাজনের পাশাপাশি বিরসা মুন্ডাকে নিয়ে রাজনীতির অভিযোগে সরব হলেন বিজেপি সাংসদ কুনার হেমব্রম। শনিবার বাসভবনে সাংবাদিক বৈঠকে তাঁর অভিযোগ, ভারত জাকাত মাঝি পারগনা মহলের ‘দিশম পারগানা’ পদ থেকে নিত্যানন্দ হেমব্রমকে বহিষ্কার করা হলেও তিনি ও তাঁর অনুগামীরা নিজেদের সমাজের স্বঘোষিত নেতা হিসেবে দাবি করছেন। নিত্যানন্দপন্থী রবিন টুডুর মতো নেতারা আদিবাসী সমাজকে কুসংস্কারের দিকে নিয়ে যেতে চাইছেন বলেও মত সাংসদের।

Advertisement

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাঁকুড়ায় বিরসা মুন্ডা মূর্তিতে মালা দেওয়ার পরে বিতর্ক চলছে। তৃণমূলের দাবি, আদৌও সেটি বিরসার মূর্তি নয়। শুক্রবার বাঁকুড়া জেলা তৃণমূল ওই মূর্তিস্থলে দুধ-গঙ্গাজল ছিটিয়ে ‘শুদ্ধ’ও করেছে। তৃণমূলের এসটি সেলের রাজ্য সভাপতি রবিন সমাজমাধ্যমে অভিযোগ করেছেন, অমিত শাহ সাধারণ একটি মূর্তিতে মালা দিয়ে বিরসা ও গোটা আদিবাসী সমাজকে অপমান করেছেন। সেই প্রসঙ্গে কুনার বলেন ‘‘বিরসা মুন্ডাকে নিয়ে তৃণমূল সাম্প্রদায়িক রাজনীতি করছে। পশ্চিমবঙ্গে ৪২টি আদিবাসী গোষ্ঠী আছে। তার মধ্যে সাঁওতাল সমাজের দু’চারজন ‘চামচা-বেলচা’ বিরোধিতা করছেন। তাঁদের মধ্যে আছেন পারগানা মহলের বিতর্কিত নেতা রবিন টুডু।’’ কুনারের দাবি, আদিবাসী সমাজের অন্য কেউই মূর্তিটি বিরসার নয় বলে দাবি করেননি। রবিন পাল্টা বলছেন, ‘‘কুনারবাবুর ছায়াসঙ্গী পালহান এখন বিজেপিতে। ফলে, কারা বিভাজন আর কারা সাম্প্রদায়িক রাজনীতি করছে সেটা মানুষের কাছে স্পষ্ট।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement