Suvendu Adhikari

দাঁতনে তৃণমূলের সন্ত্রাসের অভিযোগ তুলে শুভেন্দুর প্রতিবাদ মিছিল

শুভেন্দু মঞ্চ থেকে ফের কী বার্তা দেন, সেদিকেই তাকিয়ে তাঁর অনুগামী-সহ দাঁতনের মানুষ। সভা এবং শুভেন্দুর বার্তার দিকে নজর রাখছে শাসকদলও। শুভেন্দুর সভার পরের দিন একই জায়গায় তৃণমূলও সভা করবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ ডিসেম্বর ২০২০ ১২:১৭
Share:

দাঁতনে শুভেন্দুর সভার প্রস্তুতি। নিজস্ব চিত্র।

আজ ফের রাস্তায় নামছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। পশ্চিম মেদিনীপুরের দাঁতনে মিছিল ও জনসভা করবেন তিনি। সভা মঞ্চে বেশ কয়েক জন শুভেন্দু অনুগামী আনুষ্ঠানিক ভাবে বিজেপিতে যোগ দিতে পারেন বলে মনে করা হচ্ছে।

Advertisement

রবিবার দুপুর ২টো নাগাদ দাঁতন হাসপাতাল মোড় থেকে সরাইবাজার পর্যন্ত মিছিল করবেন শুভেন্দু। মিছিলে তিনি ছাড়াও থাকবেন পশ্চিম মেদিনীপুরে বিজেপির জেলা সভাপতি শমিতকুমার দাস এবং জেলা ও রাজ্যের আরও কয়েক জন নেতা।

মিছিল শেষে সভার আয়োজন করা হয়েছে। ইতিমধ্যেই সভার প্রস্তুতি সারা। কিছু সমর্থকও সভাস্থলে পৌঁছতে শুরু করেছেন। রাস্তার ধারে বিজেপির পতাকা শুভেন্দুর ছবি-সহ ব্যানার ফেস্টুন টাঙানো হয়েছে। শমিত দাবি করেছেন, দাঁতনে তৃণমূলের সন্ত্রাসের প্রতিবাদে এই মিছিল ও সভা করা হবে। শুভেন্দুও থাকছেন এই কর্মসূচিতে।

Advertisement

শুভেন্দু মঞ্চ থেকে ফের কী বার্তা দেন, সেদিকেই তাকিয়ে তাঁর অনুগামী-সহ দাঁতনের মানুষ। সভা এবং শুভেন্দুর বার্তার দিকে নজর রাখছে শাসকদলও। শুভেন্দুর সভার পরের দিন একই জায়গায় তৃণমূলও সভা করবে। ইতিমধ্যে তার প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে। সব মিলিয়ে কোনও রকম অপ্রীতিকর পরিস্থিতি যাতে তৈরি না হয়, সেদিকে নজর রাখছে জেলা পুলিশ প্রশাসন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement