ডজনের বদলে তিনটি সভা 

এ দিনের পথসভাগুলি থেকে কেন্দ্রীয় সরকারের জনমুখী কর্মসূচি প্রচারের সঙ্গে শহরে রেল পরিষেবায় কেন পিছিয়ে তা ব্যাখ্যা করার কথা ছিল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ অগস্ট ২০১৯ ০১:০৯
Share:

খড়্গপুর শহরে সোমবার বিজেপির একটি পথসভায়। নিজস্ব চিত্র

ডজনের প্রতিশ্রুতি থামল তিনটি সভায়।

Advertisement

স্থানীয় সমস্যা তুলে ধরতে সোমবার রেলশহর জুড়ে এক ডজন পথসভার ডাক দিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তবে এ দিন শহরের জলমগ্ন অবস্থার জন্য তার মধ্যে মাত্র ৩টি পথসভা করা গিয়েছে বলে বিজেপি সূত্রে খবর।

এ দিনের পথসভাগুলি থেকে কেন্দ্রীয় সরকারের জনমুখী কর্মসূচি প্রচারের সঙ্গে শহরে রেল পরিষেবায় কেন পিছিয়ে তা ব্যাখ্যা করার কথা ছিল। কিন্তু রবিবার রাতের ভারী বৃষ্টিতে রেলশহরে জল জমে যায়। বিজেপির দাবি, তৃণমূল পরিচালিত পুরসভার নিকাশি পরিষেবা বেহাল হওয়ার জন্যই এ দিন পুরো শহরে জল জমে যায়। যদিও খড়্গপুরের পুরপ্রধান প্রদীপ সরকারের পাল্টা অভিযোগ, রেলের পরিকাঠামোর অব্যবস্থার জেরেই শহর জলে ভাসছে। তাঁর দাবি, ‘‘রেলের জলে শহর ভাসছে। বিজেপি আগে রেলের পরিষেবা দেওয়ার ব্যবস্থা করুক তার পরে আমরা আমাদের ত্রুটি মেনে নেব। লোক না পেয়ে পথসভা করতে না পেরে অজুহাত খুঁজছে বিজেপি।” বিজেপির জেলা সহ-সভাপতি গৌতম ভট্টাচার্য বলেন, “আমাদের ১২টি পথসভা করার কথা থাকলেও ৩টি করতে পেরেছি। কারণ পুরসভার নিকাশির অব্যবস্থায় জন্য শহর জলে ভাসছে। জল নামলে বাকি পথসভাগুলি করা হবে।”

Advertisement

রেল এলাকায় বার বার কাজে বাধার অভিযোগ তুলেছে তৃণমূল পরিচালিত খড়্গপুর পুরসভা। রেলের বিরুদ্ধে বস্তিবাসীদের বঞ্চনার অভিযোগেও তুলেছে তৃণমূল। ২০১৬ সালে বিধানসভা নির্বাচনে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ শহরে জয়ী হওয়ায় রেলের পরিষেবা নিয়ে আরও সুর চড়িয়েছিল তৃণমূল। দিলীপ ঘোষ এ বার সাংসদ হওয়ায় রেলের বিরুদ্ধে নানা অভিযোগে পথে নামার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল। আজ, মঙ্গলবার ডিআরএম অফিসের সামনে জমায়েত করে বিক্ষোভও দেখাবে তৃণমূল। তার আগেই পথে নামার সিদ্ধান্ত নিয়েছিল বিজেপি। কিন্তু শেষ পর্যন্ত সেই কর্মসূচি পুরোপুরি সফল হল না পদ্ম শিবিরের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement