প্রতীকী ছবি।
পাঁচ বছরেও প্রস্তাবিত উড়ালপুল হয়নি। প্রতিবাদে ডাকা হয়েছে অবরোধ। আর তাতেই নড়ে বসল রেল।
কাল, শনিবার ডেবরার বালিচকে উড়ালপুল নির্মাণের দাবিতে রেল ও সড়ক অবরোধের ডাক দিয়েছে বালিচক স্টেশন উন্নয়ন কমিটি। তারপর বৃহস্পতিবার থেকেই নানা মহল থেকে আন্দোলন স্থগিত করতে চাপ দেওয়া হচ্ছে বলে কমিটির অভিযোগ। তবে মাস তিনেক আগে নেওয়া এই কর্মসূচিতে অনড় কমিটি। নিশ্চিত আশ্বাস না পেলে অবরোধ থেকে তাঁরা সরবেন না বলে সাফ জানিয়েছেন কমিটির কর্তারা। এ দিন ওই কমিটির কর্মকর্তাদের ডেকে পাঠিয়েছিলেন খড়্গপুরের ডিআরএম। তাতেও পরিস্থিতি বদলায়নি।
হাওড়া-খড়্গপুর শাখায় গুরুত্বপূর্ণ স্টেশন বালিচক। এই স্টেশনকে কেন্দ্র করে ডেবরা-সবং রাজ্য সড়কের উপরে বালিচক রেলগেট দিনের অধিকাংশ সময় বন্ধ থাকে বলে অভিযোগ। সমস্যা মেটাতে এলাকাবাসীপর দাবি মেনে ২০১১ সালে রেল ও রাজ্য যৌথ উদ্যোগে উড়ালপুল গড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ২০১২ সালে প্রকল্পের শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তারপরে পাঁচ বছর কেটে গেলেও উড়ালপুল হয়নি। মূলত জমি নিয়ে জটিলতার কারণেই পিছিয়ে এসেছে পূর্ত দফতর। পরে বালিচক স্টেশন উন্নয়ন কমিটির চাপে জম-জট কাটিয়ে দোকান ভাঙা হলেও উড়ালপুলের কাজ শুরু হয়নি। তারই প্রতিবাদে এ বার অবরোধের ডাক দিয়েছে কমিটি। তারপরই নানা মহল থেকে তাঁদের সঙ্গে কথা বলা হচ্ছে, জানিয়েছেন কমিটির কর্মকর্তারা।
কমিটির যুগ্ম-সম্পাদক কিঙ্কর অধিকারী বলেন, “আমরা কয়েক মাস আগে থেকে বিভিন্ন মহলে জানিয়েই রেল-সড়ক অবরোধের ডাক দিয়েছি। এত দিন কেউ যোগাযোগ করেনি। এখন সব প্রস্তুতি হয়ে যাওয়ার পরে বিভিন্ন মহল থেকে অবরোধ প্রত্যাহারে চাপ দেওয়া হচ্ছে।’’ কিঙ্করবাবুর জানান, রাজ্য থেকে কেউ যোগাযোগ করেনি। তাই অবরোধ কর্মসূচি থেকে তাঁরা সরছেন না।