Anisur Rahman

হাইকোর্টে ফের জামিন খারিজ আনিসুরের

Advertisement

নিজস্ব সংবাদদাতা

পাঁশকুড়া শেষ আপডেট: ০৬ জুন ২০২০ ০৩:৫১
Share:

ফাইল চিত্র।

কলকাতা হাইকোর্টে ফের নাকচ হল বিজেপি নেতা আনিসুর রহমানের জামিনের আবেদন। পাঁশকুড়া-১ পঞ্চায়েত সমিতির সহ- সভাপতি কুরবান শা হত্যা মামলার অন্যতম অভিযুক্ত আনিসুর। তমলুকের তিন নম্বর অতিরিক্ত জেলা দায়রা আদালতে ওই মামলার বিচার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে।

Advertisement

গত ৭ অক্টোবর মাইশোরায় দলীয় কার্যালয়ের ভেতর দুষ্কৃতীদের গুলিতে খুন হন তৃণমূল নেতা কুরবান। তদন্তে নেমে পুলিশ পাঁশকুড়ার বিজেপি নেতা আনিসুর-সহ আট জনকে গ্রেফতার করে। প্রথম গ্রেফতারির ৯০ দিনের মধ্যে পুলিশ মোট ১০ জনের বিরুদ্ধে চার্জশিট জমা দেয় সোমবার। তবে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয় তিনজনকে। তমলুকের তিন নম্বর অতিরিক্ত জেলা দায়রা আদালতে বিচারক মৌ চট্টোপাধ্যায়ের এজলাসে চলছে মামলার বিচার। তবে লকডাউনে আদালত বন্ধ থাকায় মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়নি।

ইতিমধ্যে দ্বিতীয় বারের জন্য কলকাতা হাইকোর্টে জামিনের আবেদন করেন আনিসুরের আইনজীবী। শুক্রবার কলকাতা হাইকোর্টে বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় এবং অনিরুদ্ধ রায়ের এজলাসে ওই আবেদনের শুনানি হয়। আনিসুরের আইনিজীবী আদালতে জানান, আনিসুর অসুস্থ।তাঁকে জামিন দেওয়া হোক। তবে ওই আবেদনের পরিপ্রেক্ষিতে মামলার তদন্তকারী অফিসার আনিসুরের সুস্থ থাকা সংক্রান্ত চিকিৎসকের শংসাপত্র আদালতে জমা দেন। এর পরে দুই বিচারপতি আনিসুরের জামিনের আবেদন নাকচ করে দেন। ঘটনার তদন্তকারী আধিকারিক অজয় মিশ্র বলেন, ‘‘অসুস্থতার কারণ দেখিয়ে আইনজীবী মারফৎ আনিসুর কলকাতা হাইকোর্টে জামিনের আবেদন করেছিলেন। দুই বিচারপতি অবশ্য সেই আবেদন নাকচ করে দিয়েছেন।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement