জখম নেতা শ্যামল মাইতি। নিজস্ব চিত্র।
কেন্দ্রীয় শ্রমিক সংগঠনগুলির ডাকা সাধারণ ধর্মঘটের বিরোধিতায় কড়া মনোভাব দেখিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ বার সেই
বন্ধের সমর্থনে ডাকা বৈঠক চলাকালীন সিপিএম কার্যালয়ে ঢুকে দলীয় নেতাদের মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাস্থল শিল্পশহর হলদিয়া।
মঙ্গলবার রাত আটটা নাগাদ রানিচকের শ্রমিক ভবন বৈঠকে বসেছিলেন বাম নেতৃত্ব। অভিযোগ, এ দিন আচমকা পাঁচ জন অজ্ঞাতপরিচয় যুবক কার্যালয়ে ঢুকে হামলা চালায়। লোহার রড দিয়ে সিপিএমের হলদিয়া জোনাল সম্পাদক শ্যামল মাইতি-সহ চার জন নেতাকে মারধর করা হয়। ঘটনায় জখম শ্যামলবাবু, বাম নেতা অবিনাশ দাসকে হলদিয়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। শ্যামলবাবুর মাথায় চারটি সেলাই পড়েছে। ঘটনাস্থলে যান স্থানীয় সিপিএম বিধায়ক তাপসী মণ্ডল। তাঁর অভিযোগ, পায়ের তলার মাটি সরে যাচ্ছে বলেই এই আক্রমণ। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালিয়েছে।’’
হলদিয়া থানায় দায়ের করা অভিযোগে অবশ্য কারও নাম দেওয়া হয়নি। আর তৃণমূলের তরফে পূর্ব মেদিনীপুরের জেলা সভাধিপতি মধুরিমা মণ্ডল বলেন, ‘‘যারা এমন কাজ করেছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’’