তমলুকে বিডিও অফিসে মনোনয়ন জমা বিজেপি প্রার্থীদের। নিজস্ব চিত্র
রাজ্যের বিভিন্ন এলাকায় মনোনয়ন জমাকে ঘিরে শাসকদল তৃণমূলের সঙ্গে বিজেপি, বাম-সহ বিরোধী দলগুলির সংঘর্ষের ঘটনা নিয়ে রাজনৈতিক চাপান–উতোর চলছেই। মনোনয়ন জমা দেওয়ার প্রথম দিনেই সুতাহাটায় বিজেপি’র জেলা সভাপতি প্রদীপ দাসের উপর আক্রমণের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। এছাড়াও শহিদ মাতঙ্গিনী ও পাঁশকুড়া ব্লকে বিজেপির নেতা-কর্মীদের উপর আক্রমণের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে।
তবে এই ছবির পাশাপাশি বিজেপি প্রার্থীদের নির্বিঘ্নে মনোনয়ন জমা দেওয়ার ছবিও দেখা গেল বুধবার তমলুকে। এ দিন তমলুক ব্লকের বিডিও অফিসে দেখা গিয়েছে মনোনয়ন জমা দেওয়ার জন্য বিজেপি প্রার্থী ও দলের কর্মী-সমর্থকদের ভিড়। সকাল থেকেই বিডিও অফিস সংলগ্ন বিজেপি ব্লক কার্যালয়ে গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির প্রার্থী পদের জন্য মনোনয়ন জমা দিতে আসা দলের প্রার্থী-সহ সমর্থকরা জমায়েত হয়েছিলেন।
এদিন পিপুলবেড়িয়া এলাকায় পঞ্চায়েত সমিতির একটি আসনে প্রার্থীপদে মনোনয়ন জমা দিতে এসেছিলেন বিজেপি প্রার্থী আত্রেয়ী মিত্র পাহাড়ি। তাঁর সঙ্গে ছিলেন দলের মহিলা মোর্চার রাজ্যনেত্রী তনুশ্রী নায়েক। মনোনয়ন জমা দেওয়ার পরে আত্রেয়ীদেবী বলেন, ‘‘এখানে নির্বিঘ্নেই মনোনয়ন জমা দিলাম।’’
তনুশ্রীদেবীও বলেন, ‘‘জেলার সুতাহাটা, নন্দীগ্রাম, পাঁশকুড়া, শহিদ মাতঙ্গিনী ব্লকে তৃণমূলের লোকজন আমাদের প্রার্থী, দলের নেতা-কর্মীদের উপর আক্রমণ করছে। তবে এখানে আজ নির্বিঘ্নেই মনোনয়ন জমা দিতে পারা গিয়েছে।’’
রাজ্যের বিভিন্ন এলাকায় বিজেপি-সহ বিরোধীদের উপর আক্রমণ নিয়ে তনুশ্রীদেবী বলেন, ‘‘তাঁদের আমলে রাজ্যে প্রচুর উন্নয়ন হয়েছে বলে তৃণমূল নেত্রী দাবি করেন। তা হলে মানুষের গণতান্ত্রিক রায়ের উপর ভরসা না করে বিরোধীদের উপর এমন আক্রমণ করছে কেন।’’
বিজেপি’র তমলুক প্রাক্তন ব্লক সভাপতি গোপীনাথ দাস বলেন, ‘‘পঞ্চায়েতের ২২টি আসনে ও পঞ্চায়েত সমিতির ৮টি আসনে মনোনয়ন জমা দেওয়া হয়েছে। বাকি আসনেও প্রার্থীপদে মনোনয়ন জমা দেওয়ার প্রস্তুতি চলছে। মনোনয়ন জমা দিতে গিয়ে এখনও পর্যন্ত কোনও বাধার মুখে পড়তে হয়নি। তবে আগামী দিনে নির্বিঘ্নে মনোনয়ন জমা দেওয়া যাবে কি না তা পুলিশ-প্রশাসনের ভূমিকার উপর নির্ভর করছে।’’
তমলুক ব্লকের তৃণমূল নেতা তথা জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ সোমনাথ বেরা অবশ্য বলেন, ‘‘এখানে বিজেপির সংগঠনিক ক্ষমতা নেই। তাই ওরা অধিকাংশ আসনেই প্রার্থী দিতেই পারবে না।’’