Akhil Giri

প্রশাসনের নিচুতলার গড়িমসিতেই জমি মেলেনি! সরব মন্ত্রী অখিল গিরি

রবিবার হলদিয়ায় ক্ষুদ্র ও মাঝারি শিল্পের প্রসারে আয়োজিত সরকারি অনুষ্ঠানের মঞ্চে দাঁড়িয়ে নিচুতলার সরকারি কর্মীদের কাজের গতি নিয়ে উষ্মা প্রকাশ করেন তিনি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

হলদিয়া শেষ আপডেট: ১৩ মার্চ ২০২৩ ১৭:১৪
Share:

অখিল গিরি। ফাইল ছবি।

সরকারি উদ্যোগে মৎস্য প্রক্রিয়াকরণ কেন্দ্র খুলতে চেয়েও স্থানীয় প্রশাসনের গড়িমসিতে সময় মতো প্রকল্পের কাজ শুরু করা যায়নি। এই নিয়েই প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করলেন রাজ্যের প্রাক্তন মৎস্যমন্ত্রী অখিল গিরি। বর্তমানে তিনি রাজ্যের কারা বিভাগের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী। রবিবার হলদিয়ায় ক্ষুদ্র ও মাঝারি শিল্পের প্রসারে আয়োজিত সরকারি অনুষ্ঠানের মঞ্চে দাঁড়িয়ে নিচুতলার সরকারি কর্মীদের কাজের গতি নিয়ে উষ্মা প্রকাশ করেন তিনি।

Advertisement

অখিলের মন্তব্য, ‘‘রাজ্যে কোথাও সরকারি উদ্যোগে মৎস্য প্রক্রিয়াকরণ প্রকল্প নেই। এই কারণেই মৎস্য দফতরের উদ্যোগে পূর্ব মেদিনীপুরের কাঁথি ৩ ব্লকের অন্তর্গত কালীনগরে একটি সেচের জায়গা চিহ্নিত করা হয়েছিল। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সেই জমি মৎস্য দফতর পায়নি। এটার জন্য নিচুতলার আধিকারিকদের কাজে আরও গতি আনার দরকার বলেই মনে করছি।’’

ঘটনাচক্রে, সেই সময় মঞ্চে হাজির ছিলেন রাজ্যের বর্তমান মৎস্য দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী বিপ্লব রায়চৌধুরী। তাঁর সামনেই অখিল জানান, কালীনগরে রাস্তার পাশেই সেচের জন্য প্রায় ৬ একর জমি রয়েছে। তার মধ্যে থেকে ৪ একরের কিছুটা বেশি জায়গা মৎস্য প্রক্রিয়াকরণ প্রকল্পের জন্য চেয়েছিল মৎস্য দফতর। নির্দিষ্ট পদ্ধতি মেনে কাজ এগোলেও জমি হস্তান্তরের কাজ সম্পন্ন হয়নি। অখিলের অবশ্য মন্তব্য, ‘‘প্রশাসনের কেউ কাজ করছে না, এমনটা আমি বলিনি। তবে যে সমস্ত প্রকল্প আসছে, সেগুলি দ্রুততার সঙ্গে শেষ করা উচিত। অযথা বিলম্ব করে কাজে দীর্ঘসূত্রিতার কোনও মানে হয় না। প্রাক্তন মৎস্যমন্ত্রী আরও বলেন, ‘‘ওই প্রকল্পের জমির কাগজপত্র সব তৈরি। আশাকরি বর্তমান মৎস্যমন্ত্রী বিপ্লব রায়চৌধুরী পরবর্তী কালে বিষয়টি দেখবেন।’’

Advertisement

অখিলের এই মন্তব্যের প্রেক্ষিতে পরে বিপ্লব বলেন, ‘‘আমি এই বিষয়ে কিছু জানতাম না। অখিল’দার সঙ্গে এমনটা হয়েছে শুনলাম। তবে আমার সঙ্গে কোথাও কোনও দফতরের সমস্যা হয়নি। বিষয়টি নিয়ে আমি ওঁর সঙ্গে অবশ্যই কথা বলব।’’

সরকারি কর্মচারীদের কাজ নিয়ে রাজ্যের মন্ত্রীর প্রশ্ন তোলা নিয়ে তীব্র কটাক্ষ করেছেন ভারতীয় মজদুর সঙ্ঘের রাজ্য কমিটির সহ-সভাপতি প্রদীপ বিজলি। প্রদীপের বক্তব্য, ‘‘হলদিয়া পুরসভা নির্বাচন আসন্ন। মানুষকে ভাওতা দিতেই হলদিয়ায় এসে প্রশাসনিক কাজ নিয়ে মন্ত্রী এমন কথা বলছেন। এর থেকে বোঝা যায়, সাধারণ মানুষকে কতটা সমস্যার মধ্যে পড়তে হয়।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement