অগ্নিভ পাণ্ডে। নিজস্ব চিত্র।
বয়সে ছোট হলে কী হবে, স্মৃতিশক্তিতে সে বড়দেরও হার মানাবে। সবে কেজি ওয়ানের ছাত্র। মাত্র ৪ বছর বয়সেই ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুরের অগ্নিভ পাণ্ডের ইন্ডিয়া বুক অব রেকর্ডস-এ নাম উঠেছে। ছেলের এই প্রতিভায় উচ্ছ্বসিত তার পরিবার। এলাকাবাসীও গর্বিত অগ্নিভকে নিয়ে।
অগ্নিভ গড়গড়িয়ে বলে দিতে পারে ফুল, ফলের নাম। বিভিন্ন রং, যানবাহন, শাকসব্জি, জ্যামিতিক আকৃতি, পশুপাখি, দেহের ২১টি অঙ্গ প্রতঙ্গ, মাছ-সহ আরও ১৩ রকমের জিনিসের নাম বলতে পারদর্শী হওয়ার জন্য তাকে এই সম্মানে সম্মানিত করা হয়েছে বলে জানা গিয়েছে। লকডাউন চলাকালীন এই সব নাম বলার ভিডিয়ো ইন্ডিয়া বুক অব রেকর্ডস-এ পাঠায় তার পরিবার। তার পরই এই খুদে পড়ুয়ার প্রতিভাকে স্বীকৃতি জানিয়েছে ইন্ডিয়া বুক অব রেকর্ডস। ইন্ডিয়া বুক অব রেকর্ডস-এর পক্ষ থেকে সার্টিফিকেট, কলম, ব্যাচ, পদক-সহ একটি বই দেওয়া হয়েছে তাকে।
এই রেকর্ডটির ভিডিয়ো যখন ইন্ডিয়া বুক অব রেকর্ডস-এ পাঠানো হয়েছিল, তখন তার বয়স ছিল ৩ বছর ২ মাস। তার বাবা সুমন পাণ্ডে স্বাস্থ্যকর্মী এবং মা দেবযানী পাণ্ডে গৃহবধূ। গত ৩ জানুয়ারি তাঁদের বাড়িতে এসে পৌঁছয় অগ্নিভর রেকর্ডের সার্টিফিকেট। মঙ্গলবার ১২ জানুয়ারি ৪ বছরে পড়বে অগ্নিভ। তার জন্মদিনের ঠিক আগেই স্বীকৃতি এসে পৌঁছনোয় খুশির হাওয়া পরিবারে।