সবংয়ে সেতুর দাবিতে বিক্ষোভ

কাজের অর্ডার হওয়ার পরে সেতুর স্থান বদলের নির্দেশ জারি হওয়ায় বিক্ষোভ দেখাল গ্রামবাসীরা। বুধবার বিকেলে সবংয়ে সেচ দফতরের মহকুমা কার্যালয়ে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখায় নারায়ণবাড় গ্রাম পঞ্চায়েতের অমরবাড় গ্রামের বাসিন্দাদের একাংশ। পুলিশ গিয়ে তালা খুলে দেয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

খড়্গপুর শেষ আপডেট: ০৩ মার্চ ২০১৬ ০১:০৩
Share:

কাজের অর্ডার হওয়ার পরে সেতুর স্থান বদলের নির্দেশ জারি হওয়ায় বিক্ষোভ দেখাল গ্রামবাসীরা। বুধবার বিকেলে সবংয়ে সেচ দফতরের মহকুমা কার্যালয়ে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখায় নারায়ণবাড় গ্রাম পঞ্চায়েতের অমরবাড় গ্রামের বাসিন্দাদের একাংশ। পুলিশ গিয়ে তালা খুলে দেয়।

Advertisement

বিক্ষোভকারীদের অভিযোগ, কেলেঘাই-কপালেশ্বরী সংস্কার প্রকল্পে কপালেশ্বরী নদী সংলগ্ন অমরাখালি খালের ওপরে অমরবাড় গ্রামে একটি সেতু তৈরি হওয়ার কথা ছিল। এ জন্য দরপত্র ডেকে কাজের অর্ডার দিয়ে দেয় সেচ দফতর। সেতুর ওয়ার্ক অর্ডারেও অমরবাড় গ্রামের নাম ছিল। তবে সেচ দফতর নতুন এক নির্দেশিকা জারি করে জানিয়েছে, অমরবাড়ের পাশের গ্রাম দক্ষিণ বাঁশবনিতে অমরাখালি খালের উপর ওই সেতু হবে।

অমরবাড় গ্রামের বাসিন্দা রাজেশকুমার বন্দ্যোপাধ্যায় বলেন, “আমাদের গ্রামে সেতু হওয়ার কথা। সরকার থেকে সেই কারণেই টাকা বরাদ্দ করেছে। কিন্তু ঘুষ নিয়ে দফতরের আধিকারিকেরা বলছেন, ওই সেতু দক্ষিণ বাঁশবনিতে হবে। এটা আমরা মানব না।” যদিও এ বিষয়ে কেলেঘাই-কপালেশ্বরী প্রকল্পের সেচ দফতরের এগ্‌জিকিউটিভ ইঞ্জিনিয়ার শুভাশিস পাত্র বলেন, “দক্ষিণ বাঁশবনির গ্রামেই সেতু হবে বলে অনুমোদন হয়েছিল। সেই অনুযায়ী নকশাও তৈরি হয়। কিন্তু ভুলবশত ওয়ার্ক অর্ডারে অমরবাড় গ্রামের নাম চলে এসেছে। ভুল স্বীকার করে বিজ্ঞপ্তি দেব। পরে অমরবাড়েও সেতু তৈরির বিষয়ে ভেবে দেখা হবে।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement