প্রসাদ খেয়ে অসুস্থ বহু

মন্দির প্রতিষ্ঠার অনুষ্ঠানে প্রসাদ খেয়ে অসুস্থ হয়ে পড়লেন ৬২ জন। চণ্ডীপুর থানার চৌখালি এলাকার পায়রাচালি গ্রামের ঘটনা। তাঁদের মধ্যে বেশিরভাগই চণ্ডীপুর ব্লক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন। ছ’জনকে তমলুক জেলা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। কয়েকজন অসুস্থ নার্সিংহোমেও রয়েছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ মে ২০১৬ ০০:৪০
Share:

মন্দির প্রতিষ্ঠার অনুষ্ঠানে প্রসাদ খেয়ে অসুস্থ হয়ে পড়লেন ৬২ জন। চণ্ডীপুর থানার চৌখালি এলাকার পায়রাচালি গ্রামের ঘটনা। তাঁদের মধ্যে বেশিরভাগই চণ্ডীপুর ব্লক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন। ছ’জনকে তমলুক জেলা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। কয়েকজন অসুস্থ নার্সিংহোমেও রয়েছেন।

Advertisement

পূর্ব মেদিনীপুরের জেলা মুখ্যস্বাস্থ্য আধিকারিক নিতাইচন্দ্র মণ্ডল বলেন, ‘‘প্রায় সকলের শারীরিক অবস্থা এখন ভাল। ৩০ জনকে ব্লক স্বাস্থ্যকেন্দ্রে পর্যবেক্ষণে রাখা হয়েছে। সকলেই প্রসাদের চিঁড়ে খেয়ে অসুস্থ হয়েছিল বলে প্রাথমিকভাবে অনুমান। খাবারের নমুনা সংগ্রহ করা হয়েছে।’’

জেলা স্বাস্থ্য দফতর ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পায়রাচালির বাসিন্দা বসন্ত শীটের বাড়িতে রবিবার মন্দির প্রতিষ্ঠা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সন্ধ্যায় প্রতিবেশীদের চিঁড়ে প্রসাদ খাওয়ানো হয়েছিল। সোমবার সকাল থেকেই অসুস্থ হতে শুরু করেন অনেকে। পেটে ব্যাথা, বমি-সহ একাধিক উপসর্গ নিয়ে বাসিন্দারা একে একে চণ্ডীপুর ব্লক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি হতে শুরু করেন। সন্ধ্যা পর্যন্ত মোট ৬২ জন ভর্তি হন বলে খবর। অবস্থার অবনতি হওয়ায় ছ’জনকে তমলুক জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়।

Advertisement

স্থানীয় জালপাই গ্রামপঞ্চায়েতের উপ-প্রধান অনিমেষ দাস বলেন, ‘‘অসুস্থ গ্রামবাসীদের বেশিরভাগই রবিবার সন্ধ্যায় চিঁড়ে প্রসাদ খেয়েছিল। প্রাথমিক ভাবে অনুমান ওই প্রসাদ খেয়েই তাঁরা অসুস্থ হয়েছেন।’’ অসুস্থ হয়ে চণ্ডীপুর ব্লক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি থাকা ভানু শীট, সবিতা শীট, সন্টু শীটরা জানান, তাঁরা প্রসাদ খেয়েছিলাম। আবার রাতে বাড়ি ফিরে ভাতও খেয়েছিলেন। রাতে কোনও অসুবিধা হয়নি। সকাল থেকেই পেট ব্যথা ও বমি হতে
শুরু করে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement