বিশ্বকর্মা পূজো উপলক্ষে নির্দেশিকা মানচিত্র প্রকাশ করল হলদিয়া মহকুমা পুলিশ-প্রশাসন। বৃহস্পতিবার হলদিয়া ভবনে পূজো কমিটিগুলিকে ডেকে এই মানচিত্র প্রকাশ করেন অতিরিক্ত পুলিশ কমিশনার কাজি সামসুদ্দিন আহমেদ। পুজো কমিটিগুলির হাতে সেটি তুলেও দেন তিনি। অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, ‘‘হলদিয়া, ভবানীপুর এবং দুর্গাচক থানা এলাকায় সবথেকে বেশি পুজো হয়। তাই এখানে দিনরাত পুলিশ মোতায়েন থাকবে। আর বিভিন্ন জায়গায় পুলিশ বুথ করা হবে।’’
পুজো কমিটিগুলিও এ দিনের বৈঠকে তাঁদের নানা অসুবিধের কথা জানান। তবে পূজোর মধ্যে দিয়েও ‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’-এর বার্তা পূজো কমিটিগুলি দেবে বলে জানিয়েছে। এবার সুতাহাটা থানার বাসুদেবপুরের গান্ধী আশ্রমের অনাথ বাচ্চাদের নিয়ে পুজো পরিক্রমা করা হবে বলে জানান কাজি সামসুদ্দিন আহমেদ। এ দিনের বৈঠকে হাজির ছিলেন মহকুমা পুলিশ আধিকারিক তন্ময় মুখোপাধ্যায়ও। মহকুমা পুলিশ আধিকারিক পূজো কমিটিগুলোকে জানিয়ে দেন, শোভাযাত্রা আদালতের নিয়ম অনুযায়ী পালন করতে হবে। স্থানীয় বাসিন্দাদের যেন অসুবিধা না হয় তাও দেখতে হবে। বেশি রাত পর্যন্ত মাইক না বাজানোর নির্দেশও দেন তিনি।