CID investigation

সিআইডির নজরে প্রাক্তন করণিকের বিপুল সম্পত্তি

পূর্ব মেদিনীপুরের বিদ্যালয় পরিদর্শক থাকাকালীন চাপেশ্বর সর্দারের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির একাধিক অভিযোগ ওঠে।

Advertisement

দিগন্ত মান্না

শেষ আপডেট: ১৩ জানুয়ারি ২০২৪ ০৮:১৩
Share:

—প্রতিনিধিত্বমূলক ছবি।

স্কুলে নিয়োগ দুর্নীতির অভিযোগে সিআইডির হাতে গ্রেফতার হয়েছেন পূর্ব মেদিনীপুরের প্রাক্তন বিদ্যালয় পরিদর্শক চাপেশ্বর সর্দার। চাপেশ্বরকে গ্রেফতারের আগে তাঁর অফিসের অ্যাকাউন্ট বিভাগের প্রাক্তন প্রাক্তন করণিককে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠায় সিআইডি। তদন্তের স্বার্থে ওই ব্যক্তিকে ফের ডাকা হতে পারে বলে খবর। তদন্তকারীদের মতে, চাপেশ্বরের 'ডান হাত' ছিলেন পাঁশকুড়ার বাসিন্দা ওই ব্যক্তি। তাঁর বিপুল সম্পত্তি নিয়েও শুরু হয়েছে চর্চা। অ্যাকাউন্ট বিভাগের এক জন সামান্য করণিক কী ভাবে এত সম্পত্তি করলেন, উঠছে সেই প্রশ্ন।

Advertisement

পূর্ব মেদিনীপুরের বিদ্যালয় পরিদর্শক থাকাকালীন চাপেশ্বর সর্দারের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির একাধিক অভিযোগ ওঠে। সিআইডির হাতে চাপেশ্বর গ্রেফতার হওয়ার পর এক দিকে যেমন তাঁর বিপুল সম্পত্তি নিয়ে আলোচনা শুরু হয়, তেমনই তাঁর দুর্নীতির সঙ্গীদের রিচয় সামনে আসতে থাকে। জেলা শিক্ষা দফতর সূত্রের খবর, চাপেশ্বরের ডান হাত ছিলেন তাঁর অফিসের ওই করণিক। সিআইডি সূত্রে খবর, চাপেশ্বরকে গ্রেফতার করার আগে জিজ্ঞাসাবাদের জন্য তাঁর অফিসের ওই প্রাক্তন কর্মচারীকে ডেকে পাঠানো হয়।ওই ব্যক্তির বয়ানের ভিত্তিতেই সিআইডি চাপেশ্বরকে গ্রেফতার করে।

চাপেশ্বরের ছায়াসঙ্গী পাঁশকুড়ার ওই ব্যক্তির বিপুল সম্পত্তি নিয়েও শুরু হয়েছে চর্চা। স্থানীয় সূত্রে খবর, মেচগ্রাম এলাকায় ওই ব্যক্তির একাধিক ফ্ল্যাট, উঁচু পাঁচিল তোলা একাধিক বাড়ি এবং দোকান রয়েছে। মেচগ্রাম থেকে পাঁশকুড়া বনমালী কলেজ যাওয়ার রাস্তার ধারের বিপুল পরিমাণ জমির মালিক তিনি। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ওই প্রাক্তন করণিক এলাকায় শিক্ষকতার চাকরি বিক্রি, শিক্ষকদের মনের মতো জায়গায় বদলি করে দেওয়ার কাজ করতেন মোটা টাকার বিনিময়ে। সূত্রের খবর, ওই ব্যক্তিকে ফের ডাকতে পারেন তদন্তকারীরা। সিআইডির এক আধিকারিক বলেন, "ওই ব্যক্তির বয়ানে চাপেশ্বরের বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা সামনে আসে। তারপরই চাপেশ্বরকে গ্রেফতার করা হয়।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement