Rail

দাঁতনে লাইনচ্যুত মালগাড়ির ইঞ্জিন

রেল সূত্রে জানা গিয়েছে, সাইডিং করার সময় কোনও যান্ত্রিক ত্রুটির কারণে লাইনচ্যুত হয় ইঞ্জিনটি। গতি কম থাকায় বড় দুর্ঘটনা হয়নি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

মেদিনীপুর শেষ আপডেট: ০১ ডিসেম্বর ২০২০ ১৭:২২
Share:

দাঁতন স্টেশনের কাছে লাইনচ্যুত ইঞ্জিন। নিজস্ব চিত্র।

পশ্চিম মেদিনীপুরের দাঁতনে লাইনচ্যুত হয়ে গেল একটি মালগাড়ির ইঞ্জিন। ঘটনায় কেউ আহত হয়নি। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছন রেল আধিকারিকরা। তৎপরতার সঙ্গে শুরু হয় লাইন মেরামতি এবং ইঞ্জিনটিকে সরিয়ে নিয়ে যাওয়ার কাজ।

Advertisement

সোমবার ভোরের দিকে ইঞ্জিনটি লাইনচ্যুত হয় বলে জানা গিয়েছে। সে সময় সাময়িক ভাবে বন্ধ হয়ে যায় ডাউন লাইনে ট্রেন চলাচল। রেল সূত্রে জানা গিয়েছে, সাইডিং করার সময় কোনও যান্ত্রিক ত্রুটির কারণে লাইনচ্যুত হয় ইঞ্জিনটি। গতি কম থাকায় বড় দুর্ঘটনা হয়নি।

ডাউন লাইন বন্ধ হয়ে যাওয়ায় সেখানকার ট্রেনগুলিকে আপ লাইনে ঘুরিয়ে দেওয়া হয়। ফলে কিছুটা দেরিতে চলাচল করেছে খড়গপুর-বালেশ্বর রুটের ট্রেনগুলি। দক্ষিণ পূর্ব রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক সঞ্জয় ঘোষ বলেন, “রাতে মালগাড়ি লাইনচ্যুত হয়ে যাওয়ার খবর আসে। ট্রেন চলাচলে তেমন কোনও সমস্যা নেই। লাইন মেরামতের কাজ প্রায় শেষ। স্বাভাবিক হচ্ছে ট্রেন চলাচল।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement