পুরুলিয়া ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ল তৃণমূল সমর্থকদের বাস। —নিজস্ব চিত্র।
ধর্মতলায় একুশে জুলাইয়ের সমাবেশ শেষ করে পুরুলিয়া ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ল তৃণমূল সমর্থকদের একটি বাস। শুক্রবার বিকেল সাড়ে ৫টা নাগাদ পশ্চিম মেদিনীপুরের খড়্গপুর থানার অন্তর্গত ১৬ নম্বর জাতীয় সড়কের উপর কৃষ্ণপুর এলাকায় ঘটনাটি ঘটেছে। ঘটনায় এক জনের মৃত্যুও হয়েছে। দলীয় সূত্রে খবর, মৃতের নাম বিকাশ টুডু (২৮)। তাঁর বাড়ি বান্দোয়ান থানার ধডুংরি গ্রামে। দুর্ঘটনায় অন্তত ৫৭ জন জখম হয়েছেন। তাঁদের মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সৌম্যশঙ্কর ষরঙ্গি অবশ্য বলেন, ‘‘মোট ৫১ জন চিকিৎসাধীন মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে।’’ পরে আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা।
বাসে থাকা তৃণমূল কর্মী-সমর্থকদের দাবি, বাসটি পুরুলিয়ার বান্দোয়ানে ফিরছিল। দ্রুত গতিতে চলছিল সেটি। আচমকাই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাল্টি খেয়ে সড়কের ধারে নয়ানজুলিতে পড়ে যায়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে খড়্গপুর থানার পুলিশ। সেখানে ছিলেন যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক নির্মাল্য চক্রবর্তী। তিনিও উদ্ধারকাজে হাতে লাগান। নির্মাল্য বলেন, ‘‘সভা শেষ করে পুরুলিয়া ফেরার পথে বাসটি দুর্ঘটনার কবলে পড়ে। ৫০ জনের বেশি যাত্রীকে আহত অবস্থায় মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।’’