—প্রতীকী চিত্র।
একটি হাতির অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য পশ্চিম মেদিনীপুরের গড়বেতার খরিকাশুলি এলাকায়। বুধবার সকালে ধানজমি লাগোয়া একটি জায়গায় একটি হাতিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে বন দফতরে খবর দেন স্থানীয়রা। তার পর উদ্ধার হয় হাতির দেহ।
স্থানীয় সূত্রে খবর, রূপনারায়ণ ডিভিশনের অধীনস্থ ধাদিকা বিটের খরিকাশুলি এলাকায় হাতিটির দেহ মিলেছে। বন দফতর সূত্রে খবর, হাতিটির বয়স ৬ থেকে ৮ বছরের মধ্যে। ওই এলাকায় ৪০-৪২টি হাতির একটি দল রয়েছে। গ্রামবাসীদের তরফে বেশ কিছু দিন ধরেই অভিযোগ করা হচ্ছিল যে, হাতির দলটি তাঁদের ফসলের ক্ষতি করছে। খাবারের জন্য জঙ্গল থেকে বার বার তাঁদের ফসলের ক্ষেতে চলে আসছে। তার পরেই এই হাতির মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।
এই ঘটনা প্রসঙ্গে ডিএফও রূপনারায়ণ মণীশ যাদব বলেন, ‘‘সকালে একটি হাতির মৃত্যুর খবর পেয়ে আধিকারিকেরা গিয়েছেন এলাকায়। কী কারণে মৃত্যু হল, তা তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে জানা যাবে মৃত্যুর আসল কারণ।’’