ধৃতদের আদালতে নিয়ে যাচ্ছে পুলিশ।
হাসপাতালে চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগে গ্রেফতার করা হল চার জনকে। মঙ্গলবার রাতে অভিযুক্তদের গ্রেফতার করে খড়্গপুর টাউন থানার পুলিশ। পাশাপাশি ওই চক্রের আরও দুই পাণ্ডার খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। ধৃতদের সাত দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছেন বিচারক।
খড়্গপুর আইআইটির নবনির্মিত হাসপাতালে চাকরি দেওয়ার নাম করে এক দল যুবকের থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ। চাকরিপ্রার্থীদের অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। ওই ঘটনায় মঙ্গলবার পুলিশ খড়্গপুর শহরের ইন্দা এলাকার একটি লজ থেকে গ্রেফতার করা হয়েছে চার জনকে। ধৃত রবিশঙ্কর দাস এবং অভিজিৎ দাস খড়্গপুরের তালবাগিচা এলাকার বাসিন্দা। এ ছাড়া ধৃত সাগরকুমার রাউত হিজলির এবং আর এর ধৃত তপনজ্যোতি মান্না সালুয়া এলাকার বাসিন্দা। ধৃতদের বিরুদ্ধে প্রতারণা, অপরাধমূলক ষড়যন্ত্র-সহ একাধিক ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে। ওই চক্রের মূল পাণ্ডা আলিপুরদুয়ারের বাসিন্দা ভিকি হাজারি এবং শুভাশিস দাস নামে আরও দুই ব্যক্তির সন্ধানে নেমেছে পুলিশ।
মালদহ, কোচবিহার, আলিপুরদুয়ারের ছয় যুবক মঙ্গলবার খড়গপুর শহরের ইন্দার কাছে একটি লজে খড়্গপুর শহরে পৌঁছন চাকরির নিয়োগপত্র নিতে। নিয়োগপত্র হাতেও পান তাঁরা। কিন্তু তাঁরা জানতে পারেন, ওই নিয়োগপত্র ভুয়ো। ভুয়ো প্যাড, সই রয়েছে। তা নিয়ে প্রশ্ন তোলায় তাঁদের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। এর পর তাঁরা খড়্গপুর টাউন থানায় অভিযোগ দায়ে করেন।