Unrest at Ghatal

গ্রাম সংসদের সভায় গোলমাল, ধৃত দুই

ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থায় গ্রাম সংসদ সভার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সেখান থেকেই গ্রামের যাবতীয় উন্নয়নের রূপরেখা তৈরি হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ঘাটাল     শেষ আপডেট: ২৬ জুলাই ২০২৪ ০৯:২৮
Share:

দাসপুরের রাজনগরে গ্রাম সংসদ সভা চলাকালীন গন্ডগোলের পর ঘটনাস্থলে পুলিশ। নিজস্ব চিত্র।

গ্রাম সংসদের সভা চলাকালীন উত্তপ্ত হয়ে উঠল দাসপুরের রাজনগর পশ্চিম এলাকা।গোলমালে মাঝপথে সভা বন্ধ হয়ে যায়। পঞ্চায়েতের আধিকারিক সহ- জন প্রতিনিধিদের আটকে রাখার অভিযোগ ওঠে। বুধবার রাতে ওই সভায় দু’পক্ষের গোলমালে একজন জখম হয়েছেন।

Advertisement

মাথায় গুরুতর চোট পাওয়ায় আহত ব্যক্তিকে ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করানো হয়। ঘটনার খবর পেয়ে দাসপুর থানার পুলিশ এলাকায় গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। আটক আধিকারিকদের উদ্ধার করে পুলিশ। গোলমালে জড়িত থাকার অভিযোগে পুলিশ দু’জনকে গ্রেফতার করেছে। ঘটনায় উত্তেজনা থাকায় বৃহস্পতিবার এলাকায় পুলিশি টহল চলছে। এই পরিস্থিতিতে সংসদ সভায় নিরাপত্তার অভিযোগ তুলে পঞ্চায়েত আধিকারিকরা সরব হয়েছেন। পুলিশি নিরাপত্তা ছাড়া সংসদ সভায় না যাওয়ায় সিদ্ধান্ত নিয়েছেন আধিকারিকরা। দাসপুর-১ এর বিডিও দীপঙ্কর বিশ্বাস বলেন, “বুধবার রাজনগর পশ্চিম বুথে সংসদ সভা ছিল। সেখানেই গ্রামবাসীদের একাংশ গোলমালে জড়ায়। পঞ্চায়েত আধিকারিকদের আটকে রাখা হয়। পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার করেছে। পুরো ঘটনার তদন্ত চলছে।” পুলিশ জানিয়েছে, গোলমালে জড়িত সংশ্লিষ্ট সকলকেই গ্রেফতার করা হবে।

ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থায় গ্রাম সংসদ সভার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সেখান থেকেই গ্রামের যাবতীয় উন্নয়নের রূপরেখা তৈরি হয়। তাতে সম্মতি জানায় গ্রামবাসীরাই। সংসদ সভায় ভিড় বাড়াতে সভার আগে পঞ্চায়েত গুলি প্রচারে নামে। সংসদ সভা সাধারণত বছরে দু’বার হয়। গ্রাম পঞ্চায়েতের প্রতি সংসদে ওই সভা হয়। সেখানে সংশ্লিষ্ট এলাকার আগামী এক বছরে সার্বিক উন্নয়নের পরিকল্পনা নেওয়া হয়। সভায় উপস্থিত গ্রামবাসীদের তরফ থেকেই উঠে আসে উন্নয়নের চাহিদা। রাস্তাঘাট, পানীয় জল, একশো দিনের কাজ, শৌচালয়, হাসপাতাল, স্কুল, আইসিডিএসের পরিকাঠামো উন্নয়ন, নিকাশি, স্বাস্থ্য সমস্যার সহ- নানা পরিকল্পনা করা হয় গ্রাম সংসদ সভা থেকেই। এই মুহুর্তে জেলা জুড়ে বিভিন্ন গ্রাম পঞ্চায়েত গুলিতে সংসদ সভা চলছে। ঘাটাল মহকুমার ৪৮টি গ্রাম পঞ্চায়েতেও বিক্ষিপ্ত ভাবে সংসদ সভা জোরকদমে চলছে।

Advertisement

বুধবার দাসপুর ১ ব্লকের রাজনগর পশ্চিম বুথে সংসদ সভা চলছিল। স্থানীয় রাজনগর পশ্চিম তফসিল প্রাথমিক স্কুলে বিকেলে ওই সভা বসেছিল। অভিযোগ, সভা চলাকালীন আচমকাই গ্রামবাসীদের একাংশ উন্নয়নে পক্ষপাতিত্ব-সহ নানা অভিযোগে সরব হয়। নিমেষেই সভায় হট্টগোল শুরু হয়ে যায়। এলাকায় একটি সাঁকো এবং নদী ভাঙন সংস্কার নিয়ে আগে থেকেই গ্রামবাসীরা সরব ছিলেন। ওই সভায় সেই প্রসঙ্গ তোলা হয়। গোলমাল শুরু হতেই স্কুলের বাইরে দু’পক্ষ জড়ো হয়ে যায়। সেই সময় সভায় যোগ দেওয়া এক যুবকের মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। এরপরই দু’পক্ষ গোলমালে জড়িয়ে পড়ে। পঞ্চায়েত আধিকারিকদের স্কুলের দরজা আটকে বন্ধ করে দেওয়া হয়। খবর পেয়ে দাসপুর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।

তৃণমূল নেতা তথা দাসপুর ১ সমিতির সভাপতি সুকুমার পাত্র বলেন, ‘‘বিজেপি কর্মীদের উস্কানিতেই সংসদ সভায় গন্ডগোল হয়েছে।’’ যদিও ঘাটালের বিধায়ক শীতল কপাট বলেন, ‘‘তৃণমূলের লোকজন মদ খেয়ে গোলমাল পাকিয়েছে। বিজেপির নামে দোষ দিচ্ছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement