Lightning

গোয়ালতোড়ে বাজ পড়ে মৃত্যু দম্পতির

শনিবার বিকেলে জমিতে চাষের কাজ করছিলেন সুকুমার ও যশোদা। বৃষ্টি শুরু হলে গাছের তলায় আশ্রয় নেন। সেখানেই বাজ পড়ে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

মেদিনীপুর শেষ আপডেট: ২০ জুন ২০২১ ১৩:২৯
Share:

মৃত দম্পতির পরিবার নিজস্ব চিত্র

বাজ পড়ে মৃত্যু হল স্বামী ও স্ত্রী-র। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড় থানার জগারডাঙা ধবাশোল এলাকায়। মৃতদের নাম সুকুমার মুর্মু (২৮) ও যশোদা মুর্মু (২৩)। রবিবার ২টি মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

শনিবার বিকেলে জমিতে চাষের কাজ করছিলেন সুকুমার ও যশোদা। হঠাৎই বৃষ্টি শুরু হয়। তখন সুকুমার ও তাঁর স্ত্রী গাছের তলায় আশ্রয় নেন। সেখানে খানিকক্ষণ পরই বাজ পড়ে। গুরুতর আহন হন তাঁরা। স্থানীয়রা এক জনকে বাঁকুড়া মেডিক্যাল কলেজ, অন্য জনকে বিষ্ণুপুর হাসপাতালে নিয়ে যান। সেখানেই তাঁদের মৃত্যু হয়।

মৃত দম্পতির একটি ৩ বছরের সন্তান রয়েছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, নিয়ম অনুযায়ী সরকারি আর্থিক সাহায্য দেওয়া হবে পরিবারকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement