Arrest

মন্দারমণিতে মধুচক্র! হোটেল ম্যানেজার-সহ গ্রেফতার ১৩, উদ্ধার ৬ যুবতী

ধৃতদের মধ্যে হোটেল ম্যানেজার, কর্মীর পাশাপাশি বেশ কয়েক জন পর্যটকও রয়েছেন। সেই সঙ্গে পাকড়াও করা হয়েছে ছ’জন যুবতীকেও।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ অক্টোবর ২০২৪ ২৩:২১
Share:

— প্রতীকী চিত্র।

মন্দারমণিতে মধুচক্রের পর্দাফাঁস। একযোগে বেশ কয়েকটি হোটেলে অভিযান চালিয়ে কারবারে জড়িত থাকার সন্দেহে ১৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে হোটেল ম্যানেজার, কর্মীর পাশাপাশি বেশ কয়েক জন পর্যটকও রয়েছেন। সেই সঙ্গে পাকড়াও করা হয়েছে ছ’জন যুবতীকেও। রবিবার ধৃতদের কাঁথি মহকুমা আদালতে হাজির করানো বিচারক ধৃতদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। যুবতীদেরও হোমে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

Advertisement

মন্দারমণি উপকূল থানা সূত্রে জানা গিয়েছে, ধৃতদের মধ্যে মন্দারমণি, কাঁথি, রামনগর এবং পশ্চিম মেদিনীপুরের পাশাপাশি কলকাতা এবং বীরভূমের বোলপুরের এক বাসিন্দাও রয়েছেন। অন্য দিকে, উদ্ধার হওয়া যুবতীরা মুর্শিদাবাদ, দুই ২৪ পরগণা ও নদিয়া জেলার বাসিন্দা। এই চক্রের সঙ্গে আরও কেউ যুক্ত রয়েছেন কি না, সেটাও খতিয়ে দেখা হচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement