MidDayMeal

Midday Meal: দাবি নিয়ে গণ-অবস্থানে মিড-ডে মিল কর্মীরা

অবস্থান থেকে বুধবার ২০ হাজার গণ-স্বাক্ষর নিয়ে রাজ্যের শিক্ষা সচিবের কাছে দাবি জানানো হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ জুন ২০২২ ০৯:০০
Share:

মিড-ডে মিল কর্মীদের প্রতিবাদ। নিজস্ব চিত্র।

মজুরি বৃদ্ধির দাবি এবং বঞ্চনার প্রতিবাদে শহরে দু’দিনের অবস্থানে সামিল হলেন মিড-ডে মিলের রন্ধনকর্মীরা। ধর্মতলার ওয়াই চ্যানেলে দু’দিনের ওই অবস্থান ও গণ-বিক্ষোভের ডাক দিয়েছিল এআইসিসিটিইউ অনুমোদিত ‘পশ্চিমবঙ্গ সংগ্রামী রন্ধনকর্মী ইউনিয়ন’ এবং ‘নদিয়া জেলা সংগ্রামী মিড-ডে মিল ইউনিয়ন’। মিড-ডে মিল কর্মীদের মজুরি বৃদ্ধি, শ্রমিক হিসাবে স্বীকৃতি, ১২ মাস কাজে ১২ মাস মজুরি ও সামাজিক সুরক্ষার দাবি তুলেছেন তাঁরা। উভয় সংগঠনের নেতৃত্বের তরফে মীনা পাল, জয়শ্রী দাস, কৃষ্ণ গোপাল দাস, চায়না শেখদের অভিযোগ, পশ্চিমবঙ্গ সারা দেশের মধ্যে এই কর্মীদের প্রতি দায়বদ্ধতার প্রশ্নে সকলের চেয়ে পিছিয়ে। রাজ্যে গত ১০ বছর কোনও মজুরি বাড়ানো হয়নি। অন্যান্য সংগঠনের নেতৃত্বও এই অবস্থানে সংহতি জানান। অবস্থান থেকে বুধবার ২০ হাজার গণ-স্বাক্ষর নিয়ে রাজ্যের শিক্ষা সচিবের কাছে দাবি জানানো হয়েছে। যদিও শিক্ষাসচিব ওই প্রতিনিধিদের জানান, রাজ্যের তহবিল নেই, তাই এখন দাবি মানা যাবে না। এআইসিসিটিইউয়ের সাধারণ সম্পাদক বাসুদেব বসুর বক্তব্য, ‘‘তৃণমূল সরকার মেলা-খেলায় টাকা দেবে, শিক্ষক নিয়োগে দুর্নীতি করবে। আর রন্ধনকর্মী মহিলাদের বঞ্চিত করবে!’’

Advertisement

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তেফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement