কলকাতায় ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজ আটকে ছিল রাজ্য সরকারের অসহযোগিতাতেই। অভিযোগ করলেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। জমি জট রাজ্য সরকারের অনিচ্ছাতেই কাটছিল না বলে শনিবার তিনি মন্তব্য করেন হাওড়ায়। তবে এখন সব জট কাটিয়ে দ্রুত কাজ শুরু হওয়ার কৃতিত্বও রাজ্য সরকারকেই এ দিন দিলেন তিনি।
বাবুল জানান, মেট্রোর বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর অনেকবার আলোচনা হয়েছে। রাজ্যের পুরমন্ত্রী ববি হাকিমের সঙ্গেও বিষয়টি নিয়ে তাঁর কথা হয় বলে বাবুল এ দিন জানান। কেন্দ্রীয় নগরোন্নয়ন প্রতিমন্ত্রীর কথায়, রাজ্য সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমেই জমি জট ও অন্যান্য জটিলতা কেটে গিয়েছে। তাই এখন দ্রুত কাজ এগোচ্ছে। দেরিতে হলেও, রাজ্য সরকার সহযোগিতা করায় সন্তোষ প্রকাশ করেন বাবুল।