—ফাইল চিত্র।
জয়েন্ট এন্ট্রান্স মেন পরীক্ষার (জেইই) সময়ে না পেলেও আজ, রবিবার সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকায় (নিট) মেট্রো রেলের পরিষেবা পাচ্ছেন পরীক্ষার্থীরা। কাল, সোমবার থেকে শহরের পাতাল-পথ পুরো খুলে দেওয়ার আগে আজ ন’ঘণ্টা বিশেষ ট্রেন চালিয়ে যাত্রী পরিষেবার মহড়াও করে নিচ্ছেন উত্তর-দক্ষিণ মেট্রো কর্তৃপক্ষ। তবে এ দিন চলবে না ইস্ট-ওয়েস্ট মেট্রো।
মেট্রো সূত্রের খবর, আজ, রবিবার সামাজিক দূরত্ব-সহ অন্যান্য বিধি মেনেই নোয়াপাড়া থেকে কবি সুভাষের মধ্যে দু’দিক থেকেই প্রতি ১৫ মিনিট অন্তর চলবে ট্রেন। ৩৭টি করে মোট ৭৪টি মেট্রো চলবে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত। এ ছাড়া, অতিরিক্ত পাঁচটি ট্রেন চলবে দমদম ও নোয়াপাড়ার মধ্যে। তবে মেট্রোয় চড়তে পরীক্ষার্থী বা তাঁদের অভিভাবককে অ্যাপের মাধ্যমে টিকিট বা আসন সংরক্ষণ করতে হবে না। টোকেনের বদলে পেপার কার্ড টিকিট (পিসিটি) দেওয়া হবে। ব্যবহার করা যাবে স্মার্ট কার্ডও। প্রতিটি স্টেশনে ও প্ল্যাটফর্মে কত জন করে রেলরক্ষী বাহিনীর সদস্য থাকবেন এবং তাঁদের কী দায়িত্ব থাকবে শনিবার তার মহড়া হয়। স্মার্ট গেটের সামনে ফিতে দিয়ে ঘিরে নিরাপত্তারক্ষীদের জন্য নির্দিষ্ট জ়োন বানানো হয়েছে। স্টেশনে ঢুকতে পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড দেখাতে হবে। প্রতি পরীক্ষার্থীর সঙ্গে এক জন করে অভিভাবক মেট্রোয় সওয়ার হতে পারবেন।
এ দিন পার্ক স্ট্রিট, ময়দান স্টেশনের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন মেট্রোর আধিকারিকেরা। কারশেডে প্রতিটি রেক জীবাণুমুক্ত করা, থার্ড লাইন পরীক্ষা করার কাজ সেরে ফেলেছেন কর্মীরা।
আরও পড়ুন: আক্রান্ত লক্ষের দোরে, অনুমতি মিললে ভারতে পরীক্ষায় তৈরি সিরাম
পরীক্ষা কেন্দ্রগুলির বেশির ভাগই সল্টলেক এবং নিউ টাউনে। এ দিকে চলবে না ইস্ট-ওয়েস্ট। ফলে বাস পরিষেবার ক্ষেত্রে যাতে পরীক্ষার্থীদের সমস্যায় পড়তে না হয়, সে জন্য আজ অতিরিক্ত প্রায় দেড় হাজার বাস চালানোর ব্যবস্থা করেছে পরিবহণ দফতর। কলকাতা এবং পার্শ্ববর্তী জেলা থেকে পরীক্ষার্থীদের আসার সুবিধার জন্য কলকাতা ট্রাম কোম্পানি (সি টি সি) এবং দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম অতিরিক্ত বাস চালাচ্ছে। শনিবার রাতেই দূরবর্তী ডিপোয় প্রয়োজনীয় সংখ্যক বাস পাঠানো হয়েছে।
দুই ২৪ পরগনা, হাওড়া এবং নদিয়ার গুরুত্বপূর্ণ ডিপোয় ভোর থেকে কলকাতাগামী বাস মিলবে। রাজ্য পরিবহণ নিগম সূত্রের খবর, সকাল সাতটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত পরিষেবা সচল রাখতে কর্মীদের এ দিন ছুটি বাতিল হয়েছে। নিউ টাউন- সল্টলেককে কেন্দ্র করে ১৯টি পরীক্ষা কেন্দ্র রয়েছে। এ ছাড়াও বজবজ, ই এম বাইপাস, মধ্য ও দক্ষিণ কলকাতার যে সব অঞ্চলে পরীক্ষা কেন্দ্র রয়েছে, সেই সব রুটে বাস বাড়ানো হয়েছে। পাশাপাশি নিউ টাউন, সল্টলেক, ই এম বাইপাস, গড়িয়া, ডানলপ ছুঁয়ে যায় এমন রুটেও বাসের সংখ্যা তুলনায় ৫০ শতাংশ বাড়ানো হয়েছে। আজ, কলকাতায় প্রায় ১৫০টি অতিরিক্ত বাস চালাবে দক্ষিণবঙ্গ পরিবহণ নিগম। সব মিলিয়ে প্রায় ৩৫০টি বাস চলবে তাদের।
অন্য কাজের দিনের মতোই এ দিন রাস্তায় পর্যাপ্ত বেসরকারি বাস চলবে বলে জানিয়েছে শহরের বেসরকারি বাস মালিক সংগঠনগুলি। রাজ্য পরিবহণ দফতরের এক আধিকারিক জানান, বিভিন্ন আঞ্চলিক পরিবহণ অধিকর্তাদের দফতর থেকে চিঠি দিয়ে বেসরকারি বাস, ট্যাক্সি, অ্যাপ-ক্যাব, অটো পর্যাপ্ত সংখ্যায় সচল রাখতে বলা হয়েছে। ‘ওয়েস্ট বেঙ্গল বাস মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশন’-এর যুগ্ম সম্পাদক প্রদীপনারায়ণ বসু বলেন, ‘‘উত্তর কলকাতা ছাড়াও সল্টলেক ও নিউ টাউনের বিভিন্ন রুটে সপ্তাহের অন্যান্য দিনের মতোই বাস চালানো হবে।”
আরও পড়ুন: দিল্লিতে হিংসার চার্জশিটে ইয়েচুরিরা!
অন্য দিকে, শহরের গুরুত্বপূর্ণ ডিপোয় অতিরিক্ত সরকারি বাসও মজুত রাখা হচ্ছে। দফতর সূত্রের খবর, বাস বা যানবাহন পেতে সমস্যা হলে বা অভিযোগ থাকলে পরিবহণ দফতরের বিশেষ কন্ট্রোল রুমে যোগাযোগ (ফোন-১৮০০৩৪৫৫১৯২/হোয়াটসঅ্যাপ-৮৯০২০১৭১৯১) করা যাবে।