তলব কেন, হাইকোর্ট দেখিয়েই প্রশ্ন ম্যাথুর

নারদ স্টিং অপারেশনের মামলা তো কলকাতা হাইকোর্টের বিচারাধীন! এই অবস্থায় পুলিশ কী ভাবে তাঁকে তলব করতে পারে, সেই প্রশ্ন তুলে লালবাজারকে ই-মেল পাঠিয়েছেন নারদ নিউজের কর্ণধার ম্যাথু স্যামুয়েল। তিনি লিখেছেন, এই তলব বিস্ময়কর! তলবি নির্দেশ তুলে নেওয়ার জন্য পুলিশকে অনুরোধও করেছেন ম্যাথু।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৮ জুন ২০১৬ ০৪:১৩
Share:

নারদ স্টিং অপারেশনের মামলা তো কলকাতা হাইকোর্টের বিচারাধীন! এই অবস্থায় পুলিশ কী ভাবে তাঁকে তলব করতে পারে, সেই প্রশ্ন তুলে লালবাজারকে ই-মেল পাঠিয়েছেন নারদ নিউজের কর্ণধার ম্যাথু স্যামুয়েল। তিনি লিখেছেন, এই তলব বিস্ময়কর! তলবি নির্দেশ তুলে নেওয়ার জন্য পুলিশকে অনুরোধও করেছেন ম্যাথু।

Advertisement

নারদ-হুল নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আলাদা তদন্তের নির্দেশ দেওয়ার পরে নানা ভাবে যোগাযোগের চেষ্টা চালিয়েও ম্যাথুর নাগাল পায়নি লালবাজার। শেষে নারদ নিউজের ওয়েবসাইট থেকে ম্যাথুর ই-মেল আইডি পেয়ে তাঁকে তলবি চিঠি পাঠায় পুলিশ কমিশনারের তদন্ত দল। সেই তলব নিয়ে সোমবার পাল্টা ই-মেলে মুখ খুলেছেন নারদ স্টিং অপারেশনের হোতা ম্যাথু। তিনি লিখেছেন, তাঁকে কলকাতা পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনারের কাছে হাজিরা দেওয়ার জন্য যে-নির্দেশের কথা বলা হচ্ছে, সেই বিষয়ে তিনি কলকাতা পুলিশের কাছ থেকে ডাকযোগে কোনও চিঠি কিংবা ফোন পাননি।

তার পরেই বিচারাধীন মামলায় তাঁকে পুলিশি তলব নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন ম্যাথু। তিনি লিখেছেন, নারদ মামলায় তারাই শেষ কথা বলবে বলে হাইকোর্ট তো জানিয়েই দিয়েছে। তিনি হাইকোর্টের নির্দেশে নারদ স্টিং অপারেশনের সব ফুটেজ, তথ্য, কাগজপত্র এবং হুল অভিযানে ব্যবহৃত ক্যামেরা এবং অন্যান্য সরঞ্জাম জমাও দিয়েছেন। ২৪ জুন হাইকোর্ট হায়দরাবাদের ফরেন্সিক পরীক্ষাগারকে স্টিং অপারেশনের সব ফুটেজ ও নথি চণ্ডীগড়ের ফরেন্সিক ল্যাবরেটরিতে পাঠানোর নির্দেশ দিয়েছে। এই অবস্থায় লালবাজার যাতে তাঁর কাছে পাঠানো তলবি নির্দেশ তুলে নেয়, সেই জন্য কলকাতা পুলিশ কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছেন নারদ-কর্ণধার।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement