হাইকোর্টের দ্বারস্থ ম্যাথু

নারদ নিউজের কর্ণধার ম্যাথু স্যামুয়েলের আশঙ্কা, লালবাজারের পাঠানো নোটিসের ভিত্তিতে তদন্তকারীদের সামনে হাজির হলেই তাঁকে গ্রেফতার করা হবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৬ জুলাই ২০১৬ ০৩:১১
Share:

নারদ নিউজের কর্ণধার ম্যাথু স্যামুয়েলের আশঙ্কা, লালবাজারের পাঠানো নোটিসের ভিত্তিতে তদন্তকারীদের সামনে হাজির হলেই তাঁকে গ্রেফতার করা হবে। সেই জন্য সোমবার আইনজীবীর মাধ্যমে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি মঞ্জুলা চেল্লুরের ডিভিশন বেঞ্চের হস্তক্ষেপ চেয়ে আবেদন করেছেন ম্যাথু। ডিভিশন বেঞ্চ ম্যাথুর আইনজীবী অরুণাভ ঘোষকে নির্দেশ দিয়েছে, তাঁর মক্কেলের বক্তব্য লিখিত ভাবে আদালতে পেশ করতে হবে। মামলার শুনানি হবে কাল, বুধবার।

Advertisement

মুখ্যমন্ত্রীর নির্দেশে নারদ স্টিং অপারেশন নিয়ে তদন্ত করছে পুলিশ। তদন্তকারীরা ম্যাথুকে লালবাজারে তলব করেছেন একাধিক বার। কিন্তু ম্যাথু হাজির হননি। তাঁকে হাজির হতে বাধ্য করানোর জন্য আদালতের নোটিস পাঠিয়েছে পুলিশ। তার পরেই হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চের দ্বারস্থ হন ম্যাথুর কৌঁসুলি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement