Maoist

ফের পুরুলিয়ার ঝালদায় উদ্ধার ‘মাওবাদী পোস্টার’, পিছনে কারা, তদন্তে পুলিশ

রবিবার একদা মাওবাদী উপদ্রুত ঝালদা থানার দরদা জুনিয়র হাইস্কুল, কোটশিলা থানা এলাকার জজলং মোড় এবং পররা গ্রামের বিভিন্ন এলাকায় উদ্ধার হয় ওই পোস্টারগুলি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ঝালদা শেষ আপডেট: ১১ এপ্রিল ২০২১ ২১:০৯
Share:

পুরুলিয়ার ঝালদায় উদ্ধার মাওবাদী নামাঙ্কিত পোস্টার। —নিজস্ব চিত্র।

ফের মাও নামাঙ্কিত পোস্টার উদ্ধারের ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়াল পুরুলিয়ার ঝালদায়। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। যদিও ওই পোস্টার আদৌ মাওবাদীদের কি না তা নিয়ে সন্দেহ রয়েছে পুলিশেরই।

Advertisement

রবিবার একদা মাওবাদী উপদ্রুত ঝালদা থানার দরদা জুনিয়র হাইস্কুল, কোটশিলা থানা এলাকার জজলং মোড় এবং পররা গ্রামের বিভিন্ন এলাকায় উদ্ধার হয় ওই পোস্টারগুলি। তাতে ১০০ দিনের কাজ দেওয়াসহ কয়েকটি দাবির কথা লেখা ছিল। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ওই পোস্টারগুলি উদ্ধার করে পুলিশ।

পুলিশ অবশ্য মনে করছে, পুরুলিয়ার বিভিন্ন এলাকায় পর পর উদ্ধার হওয়া ওই পোস্টারগুলি আদৌও মাওবাদীদের নয়। এ ব্যাপারে তাঁরা প্রায় নিশ্চিত। পুলিশ সুপার বিশ্বজিৎ মাহাতো বলেন, ‘‘দু’টি থানা এলাকা থেকে ৩টি হাতে লেখা পোস্টার উদ্ধার হয়েছে। সেগুলির ভাষা এবং হাতের লেখা দেখে মনে হচ্ছে না তা মাওবাদীদের। তবে গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement