পরীক্ষা স্থগিত

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গ্রন্থাগার বিজ্ঞান ও তুলনামূলক সাহিত্যের পরীক্ষা হয়নি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০১৯ ০২:৫৭
Share:

প্রতীকী ছবি।

সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে আন্দোলনে যান চলাচল বিঘ্নিত। বিভিন্ন জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ। এর জেরে সোমবার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা স্থগিত হয়ে গিয়েছে। কোথাও কোথাও ছাত্রছাত্রীদের পৌঁছতে দেরি হওয়ায় অতিরিক্ত সময় দেওয়া হয়েছে।

Advertisement

ম্যাকাউট বা রাজ্য প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধীন প্রায় ২০০ কলেজে পরীক্ষার্থী ৬৫ হাজার। পরীক্ষা নিয়ামক শুভাশিস দত্ত জানান, সোম-মঙ্গলবারের পরীক্ষা স্থগিত রাখা হয়েছে। ‘‘এই সব পরীক্ষায় পড়ুয়াদের হাজিরা অনলাইনে হয়। প্রশ্নপত্রের প্যাকেট খুলতেও ইন্টরনেট লাগে। বিভিন্ন জেলায় ইন্টারনেট পরিষেবা না-থাকায় তা সম্ভব হচ্ছে না। বিভিন্ন জেলায় যাতায়াতেও সমস্যা হচ্ছে বিস্তর,’’ বলেন শুভাশিসবাবু।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গ্রন্থাগার বিজ্ঞান ও তুলনামূলক সাহিত্যের পরীক্ষা হয়নি। সহ-উপাচার্য প্রদীপকুমার ঘোষ জানান, উপস্থিতি কম থাকায় পরীক্ষা নেওয়া যায়নি। তবে কলকাতা বিশ্ববিদ্যালয়ে সব পরীক্ষা হয়েছে। বজবজ শাখায় বিকেল পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ ছিল। ফলে বজবজ-মহেশতলার বিভিন্ন কলেজে পরীক্ষার্থীরা সমস্যায় পড়েন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement