তপন দাশগুপ্তের আবাসনের সামনে বিজেপি সমর্থকদের বিক্ষোভ। —নিজস্ব চিত্র
মমতা বন্দ্যোপাধ্যায় নজরুল মঞ্চে কাটমানি ফেরতের কথা বলার পরেই বিক্ষোভ শুরু হয়েছিল দলীয় নেতাদের বাড়ির সামনে। ১০ দিন কেটে গেলেও রাজ্য জুড়ে বিক্ষোভের আঁচ বেড়েই চলেছে। এর সঙ্গে যুক্ত হয়েছে বিজেপি কর্মী-সমর্থকদের আন্দোলন। শুক্রবার মন্ত্রী তপন দাশগুপ্তেরও আবাসনের সামনে বিক্ষোভ দেখিয়েছে বিজেপি।
তবে শুধু সাধারণ উপভোক্তা বা বিরোধীরাই নন, শাসক দল তৃণমূলের সমর্থকদের একাংশ শামিল হচ্ছেন ‘কাটমানি’ বিক্ষোভে। তমলুকের শহিদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতির সভাপতি দিবাকর জানার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে এ দিন জেলা নেতৃত্বকে চিঠি দেন ওই পঞ্চায়েত সমিতিরই খাদ্য কর্মাধ্যক্ষ জয়দেব বর্মণ। দলের সব দায়িত্ব ও কর্মাধ্যক্ষের পদ থেকেও জয়দেব রেহাই চান। দিবাকরের দাবি, ‘‘কারও থেকে টাকা নিয়েছি, প্রমাণ করুক।’’ কাটমানি বিতর্কে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সরব হয়েছিলেন মেদিনীপুর পুরসভার বিদায়ী তৃণমূল কাউন্সিলর মৌ রায়। শুক্রবার কাটমানি ফেরত চেয়ে মৌ-এর বিরুদ্ধেই ছাপানো পোস্টার চোখে পড়েছে। তৃণমূলের অভিযোগ, এটা বিজেপির কাজ। কাটমানি ফেরতের দাবিতে তৃণমূলের বুথ সভাপতিকে মারধরের অভিযোগে গ্রেফতার হন এক বিজেপি নেতা। বৃহস্পতিবার খড়্গপুর-২ ব্লকের কালিয়াড়া ১ পঞ্চায়েতের মেউদিচকের ঘটনা।
কাটমানি ফেরত চেয়ে এ দিন বাঁকুড়া ২ ব্লকের কেশিয়াকোলে পঞ্চায়েত সমিতির এক প্রাক্তন তৃণমূল সদস্যকে ঘেরাও করা হয়। ওই তৃণমূল নেতা অরুণ গড়াইয়ের দাবি, ‘‘কাটমানি নিইনি।’’ ওন্দার বিধায়ক অরূপ খাঁয়ের দাবি, ‘‘অভিযোগের সত্যতা দেখতে বলেছি বিডিও-কে।’’
‘সবার জন্য বাড়ি’ প্রকল্পে নেওয়া কাটমানি ফেরতের দাবিতে এ দিন আরামবাগ পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের তৃণণূল কাউন্সিলর হিমাংশু মালিকের বাড়ির সামনে বিক্ষোভ হয়েছে। তাঁর বাড়ি লাগোয়া দোকানঘারটি ভাঙচুর করা হয়েছে। মেমারির গোপগন্তার ১ পঞ্চায়েত, মঙ্গলকোটের শিমুলিয়া ১ পঞ্চায়েতে সরকারি প্রকল্পে কাটমানি নেওয়ার অভিযোগে বিক্ষোভ দেখিয়েছে বিজেপি। কাটমানি ফেরতের দাবিতে বিক্ষোভ হয়েছে কালিয়াগঞ্জ পুরসভার সামনেও। পুরাতন মালদহ পুরসভাতেও বিক্ষোভ দেখিয়েছে বিজেপি। কল্যাণীতে অটোচালকেরা অটো ইউনিয়নের সম্পাদক মলয় সরকারের বিরুদ্ধে তোলা আদায়ের অভিযোগ এনে টাকা
ফেরত চেয়েছেন। চাপে পড়ে মলয়বাবু কথা দিয়েছেন, ৬ জুলাইয়ের মধ্যে সব টাকা ফেরত দেবেন। কাটমানি ফেরতের দাবিতে শুক্রবার রামপুরহাট পুরসভার সামনে বিক্ষোভ দেখায় সিপিএম-ও।