—প্রতিনিধিত্বমূলক ছবি
আরজি কর হাসপাতালে ধর্ষণ এবং খুনের ঘটনার পর ২১ দিন অতিক্রান্ত। কিন্তু এখনও বহু প্রশ্নের উত্তর সাধারণের নাগালের বাইরেই রয়েছে। প্রথমে এই ঘটনার তদন্ত শুরু করেছিল লালবাজার। কলকাতা পুলিশের সূত্রে একাধিক তথ্য জানা গেলেও সব প্রশ্নের উত্তর মেলেনি। বরং ধর্ষণ এবং হত্যাকাণ্ডে রহস্য আরও ঘনীভূত হয়েছে। তার পর উচ্চ আদালতের নির্দেশে তদন্তভার গিয়েছে সিবিআইয়ের কাছে। কিন্তু সেই প্রশ্নগুলির উত্তর অধরাই রয়ে গিয়েছে।
প্রাথমিক ভাবে জানা গিয়েছিল, নির্যাতিতার শরীরে ২৫টি আঘাতের চিহ্ন রয়েছে। জানা গিয়েছিল, এই ঘটনায় গ্রেফতার হওয়া অভিযুক্ত এক জন সিভিক ভলান্টিয়ার। কিন্তু গোটা ঘটনায় অপরাধী এক জন, না কি একাধিক এই প্রশ্নের উত্তর এখনও মেলেনি। ময়নাতদন্তে উল্লেখ করা ‘সাদা ঘন চটচটে তরল’ বীর্য কি না, সেটির উত্তরও অমীমাংসিত রয়ে গিয়েছে। তা ছাড়া কেন মৃত চিকিৎসকের পরিবারকে আত্মহত্যার কথা বলা হল, তড়িঘড়ি মৃতদেহ দাহ করা হল, এই প্রশ্নগুলির উত্তর পেতেও অপেক্ষা করে আছেন সাধারণ মানুষ।
আরজি কর-তদন্তে এখনও পর্যন্ত যা জানা গিয়েছে
■ শরীরে ২৫টি আঘাতের চিহ্ন
■ যৌনাঙ্গে ‘সাদা ঘন চটচটে তরলের’ উপস্থিতি
■ গ্রেফতার সঞ্জয় রায় নামে এক সিভিক ভলান্টিয়ার
■ সিসি ক্যামেরা দেখে চিহ্নিত। ঘটনাস্থল থেকে উদ্ধার তার হেডফোন
■ ৭ ধৃতের পিঠে আঁচড়ের দাগ
■ মৃত্যুর আগে চার জন জুনিয়র চিকিৎসক-পড়ুয়াকে নিয়ে খাওয়াদাওয়া
■ মৃত্যুর সময় রাত সাড়ে ৩টে থেকে ভোর সাড়ে ৪টের মধ্যে
সূত্র: কলকাতা পুলিশ
আরজি কর-তদন্তে এখনও যা জানা গেল না
■ অপরাধী এক জনই, না কি একাধিক
■ ধৃতের শরীরে আঁচড় ছাড়া কি অন্য কোনও প্রতিরোধের চিহ্ন মিলেছে
■ মৃতার নখে কি কারও টিস্যু মিলেছে
■ সেই টিস্যুর সঙ্গে ধৃতের টিস্যুর কি মিল আছে
■ ময়নাতদন্তে উল্লেখ করা ‘সাদা ঘন চটচটে তরল’ কি বীর্য
■ বীর্য মিললে নমুনা পরীক্ষায় কি তাতে ধৃতের ডিএনএ মিলেছে
■ সেই রিপোর্ট এখনও এল না কেন
■ ঘটনাস্থল সেমিনার রুম, না কি অন্য কোথাও
■ তথ্যপ্রমাণ নষ্ট হতে পারে জেনেও মৃতদেহ পড়ে থাকা সেমিনার রুমে কী করে এত লোককে পুলিশ ঢুকতে দিল
■ কেন মৃতার পরিবারকে বলা হল তিনি আত্মহত্যা করেছেন
■ কেন অত তড়িঘড়ি মৃতদেহ দাহ করে দেওয়া হল
■ রোগী দেখার জন্য যাঁকে কিছু ক্ষণ অন্তরই প্রয়োজন, সকাল সাড়ে ৯টায় কেন তাঁর খোঁজ পড়ল
■ ময়নাতদন্তে উল্লেখ, মৃতদেহের চুল আঁচড়ানো এবং কপালে ঘুমোনোর ভঙ্গিতে হাত রাখা। খুন এবং ধর্ষণের পরে কী করে সম্ভব
■ কেন হাসপাতাল কর্তৃপক্ষ এফআইআর করলেন না
■ খুনের মামলার পরিবর্তে কেন পুলিশ শুধুমাত্র অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেই তদন্ত চালাল এবং ময়নাতদন্ত করল
■ সেমিনার রুমের অদূরে ঘর ভাঙার অনুমতি দেওয়া হল কেন
■ তথ্যপ্রমাণ নষ্টের অভিযোগে এখনও কেউ গ্রেফতার হল না কেন