Beleghata ID

বেলেঘাটা আইডিতে নার্স, স্বাস্থ্যকর্মী, নিরাপত্তরক্ষী-সহ ২৫ জনের করোনা সংক্রমণ

বেলেঘাটা আইডি হাসপাতালে এই প্রথম এত জন একসঙ্গে করোনায় আক্রান্ত হলেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ জুলাই ২০২০ ২০:০৭
Share:

বেলেঘাটা আইডি হাসাপাতাল। —নিজস্ব চিত্র।

বেলেঘাটা আইডি হাসপাতালে স্বাস্থ্যকর্মী, নার্স, কর্মচারী-সহ একসঙ্গে ২৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হলেন। আপতত তাঁদের শারীরিক অবস্থা স্থিতিশীল। কয়েক জনের করোনা উপসর্গ দেখা দেওয়ায় কোভিড-১৯ টেস্ট করা হয়। তাঁদের রিপোর্ট পজিটিভ আসে। তাঁরা যাঁদের সংস্পর্শে এসেছিলেন, তাঁদের পরীক্ষা করানো হলেও রিপোর্ট পজিটিভ আসে। দু’তিন জন বাড়িতে আইসোলেশন রয়েছেন। বাকিরা আইডি হাসপাতালেই ভর্তি।

Advertisement

বেলেঘাটা আইডি হাসপাতালে এই প্রথম এত জন একসঙ্গে করোনায় আক্রান্ত হলেন। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, আক্রান্তদের মধ্যে ১৬ জন ট্রেনি নার্স রয়েছেন, ৮ জন স্বাস্থ্যকর্মী, স্টোরকিপার, নিরাপত্তারক্ষীও রয়েছেন। কয়েক জনের তাঁদের বাড়ির সদস্যরাও করোনা আক্রান্ত হয়েছেন। মোট ৩০ জনের কোভিড-১৯ টেস্ট করা হয়েছিল। তার মধ্যে ২৬ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। যদিও আক্রান্তদের মধ্যে কোনও ডাক্তারের রিপোর্ট পজিটিভ আসেনি।

তবে একসঙ্গে এত জন করোনা আক্রান্ত হওয়ায় কপালে ভাঁজ কর্তৃপক্ষের। প্রথম থেকেই বেলেঘাটা আইডি হাসপাতাল করোনার চিকিৎসা চলছে। ধীরে ধীরে বেড-এর সংখ্যাও বেড়েছে। স্বাস্থ্য পরিষেবার পরিকাঠামোও আগের থেকে উন্নত হয়েছে। এত জন নার্স আক্রান্ত হয়ে পড়ায়, সাময়িক সমস্যা হতে পারে। তবে চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে কোনও সমস্যা হবে না বলে জানিয়েছেন প্রাক্তন মেয়র পারিষদ স্বপন সমাদ্দার। তিনি প্রথম থেকেই বেলেঘাটা আইডি হাসপাতালের পরিষেবা এবং রোগীদের সমস্যার বিষয়টি দেখভালের দায়িত্ব আছেন।

Advertisement

আরও পড়ুন: বাবুলের বাংলোয় মধ্যাহ্নভোজে আধ ডজন সাংসদ, দিলীপ ‘জানতেনই না’

তিনি জানান, “একসঙ্গে ট্রেনি নার্স, হাসপাতালের কর্মী, নিরাপত্তারক্ষী এবং তাঁদের পরিবারের কয়েকজন সদস্য মিলিয়ে ২৫-২৬ জন আক্রান্ত হয়েছেন। দু’এক জন বাদে প্রত্যেককেই হাসপাতালে ভর্তি করা হয়েছে।” তাঁর কথায়: “এত জন একসঙ্গে কী ভাবে আক্রান্ত হলেন? কী করে সংক্রমণ ছড়াল, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনীয় পদক্ষেপ করছে স্বাস্থ্য দফতরও।”

(জরুরি ঘোষণা: কোভিড-১৯ আক্রান্ত রোগীদের জন্য কয়েকটি বিশেষ হেল্পলাইন চালু করেছে পশ্চিমবঙ্গ সরকার। এই হেল্পলাইন নম্বরগুলিতে ফোন করলে অ্যাম্বুল্যান্স বা টেলিমেডিসিন সংক্রান্ত পরিষেবা নিয়ে সহায়তা মিলবে। পাশাপাশি থাকছে একটি সার্বিক হেল্পলাইন নম্বরও।

• সার্বিক হেল্পলাইন নম্বর: ১৮০০ ৩১৩ ৪৪৪ ২২২
• টেলিমেডিসিন সংক্রান্ত হেল্পলাইন নম্বর: ০৩৩-২৩৫৭৬০০১
• কোভিড-১৯ আক্রান্তদের অ্যাম্বুল্যান্স পরিষেবা সংক্রান্ত হেল্পলাইন নম্বর: ০৩৩-৪০৯০২৯২৯)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement