ফাইল চিত্র।
গত ১৬ জানুয়ারি রাজ্যে প্রথম করোনা প্রতিষেধক কোভিশিল্ড দেওয়া শুরু হয়েছিল। এক মাসের মাথায় সোমবার ওই প্রতিষেধকের দ্বিতীয় ডোজ় নিলেন চিকিৎসকদের অনেকেই। পাশাপাশি রাজ্যে কোভ্যাক্সিনের প্রথম ডোজ় দেওয়ার কর্মসূচিও চলছে।
এ দিন প্রতিষেধকের দ্বিতীয় ডোজ় নেওয়ার পরে ক্যানসার চিকিৎসক সুবীর গঙ্গোপাধ্যায় বলেন, ‘‘কোভিশিল্ডের প্রথম ডোজ় নেওয়ার পরেও ব্যক্তিগত ভাবে কোনও অসুবিধা হয়নি। এ বার দ্বিতীয় ডোজ়ও নিলাম। জনসাধারণের মধ্যে হার্ড ইমিউনিটি তৈরি করতে হলে স্বাস্থ্য পরিষেবা প্রদানকারী তো বটেই, ধাপে ধাপে সকলকেই প্রতিষেধক নেওয়ার বিষয়ে সহযোগিতা করতে হবে।’’ রাজ্য স্বাস্থ্য দফতর সূত্রের খবর, এ দিন প্রতিষেধক প্রদানের ৭১৯টি কেন্দ্রে ৭১ হাজার ৩১০ জনের লক্ষ্যমাত্রা থাকলেও প্রতিষেধক নিয়েছেন ৩২ হাজার ৩২৩ জন (৪৫ শতাংশ)। পাশাপাশি সোমবার পর্যন্ত রাজ্যে মোট প্রতিষেধক নেওয়া গ্রাহকের সংখ্যা হল ৫ লক্ষ ৫৩ হাজার ৪২২ জন। তার মধ্যে ১২ হাজারের বেশি গ্রাহক কোভ্যাক্সিন নিয়েছেন। রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী বলেন, ‘‘তিন দিন ধরে প্রতিষেধক নেওয়ার পরে কারও কোনও পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়নি। পাশাপাশি কো-উইন অ্যাপের সমস্যা এখনও চলছে।’’