অভিষেক বন্দ্যোপাধ্যায়।
যাঁরা হেরেছেন, শুধু তাঁরাই নন। বিজেপি-র টিকিটে জেতা বেশ কয়েকজন বিধায়কও তৃণমূলে আসতে চেয়ে যোগাযোগ রাখছেন, বললেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার সর্বভারতীয় স্তরে দলের গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্ব পেয়েই সোমবার সাংবাদিক বৈঠক করেন তিনি। সেই বৈঠকেই এ কথা বলেন অভিষেক।
নীলবাড়ির লড়াইয়ে এই ধরনের মন্তব্য করে তৃণমূলকে চাপে ফেলার রণকৌশল নিয়েছিল বিজেপি। সেই জোয়ারেই তৃণমূলের বেশ কয়েকজন নেতা পদ্মে পা বাড়িয়েছিলেন। ভোট পরবর্তী পরিস্থিতিতে এ বার যেন ভাটা দেখা যাচ্ছে। সোনালি গুহ, দীপেন্দু বিশ্বাস, অমল আচার্য, বাচ্চু হাঁসদা, শুভ্রাংশু রায়-সহ সম্প্রতি উত্তরপাড়া আসনের বিজেপি প্রার্থী প্রবীর ঘোষালের কণ্ঠেও অভিমানী সুর শোনা গিয়েছে। ফল প্রকাশের অব্যবহিত পরেই দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, কেউ দলে ফিরে আসতে চাইলে দল তাঁকে স্বাগত জানাবে। তার পর দলের অঘোষিত ‘দুই নম্বর’ নেতার এই বক্তব্য যথেষ্ঠ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।
তবে অভিষেক জানান, ‘‘বিজেপি নেতাদের দলে ফেরানো নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। গোটা বিষয়টি আলোচনার পর্যায়ে আছে। এ ব্যাাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন দলনেত্রীই।’’