মমতা লেখেন, ‘ইউক্রেনে আটকে থাকা ভারতীয় ছাত্রদের জীবন নিয়ে আমি খুব চিন্তিত। জীবন অনেক মূল্যবান। তাঁদের ফিরিয়ে আনতে এত সময় লাগছে কেন? এই উদ্ধারকার্য আগে থেকে শুরু করা হয়নি কেন?’ পাশাপাশি তিনি কেন্দ্রকে আবেদন জানিয়ে বলেন, ‘আমি কেন্দ্রকে অনুরোধ করছি যে অবিলম্বে পর্যাপ্ত সংখ্যক বিমানের ব্যবস্থা করা হোক এবং যত তাড়াতাড়ি সম্ভব সমস্ত পড়ুয়াকে ফিরিয়ে আনা হোক।’
গ্রাফিক : শৌভিক দেবনাথ
যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে ভারতীয় পড়ুয়াদের দ্রুত ফিরিয়ে আনতে আরও বিমান পাঠানো হোক, কেন্দ্রের কাছে আবেদন জানালেন উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার টুইট করে মুখ্যমন্ত্রী লেখেন, সব পড়ুয়াকে ফিরিয়ে আনতে কেন দেরি হচ্ছে?
মমতা লেখেন, ‘ইউক্রেনে আটকে থাকা ভারতীয় ছাত্রদের জীবন নিয়ে আমি খুব চিন্তিত। জীবন অনেক মূল্যবান। তাঁদের ফিরিয়ে আনতে এত সময় লাগছে কেন? এই উদ্ধারকার্য আগে থেকে শুরু করা হয়নি কেন?’ পাশাপাশি তিনি কেন্দ্রকে আবেদন জানিয়ে বলেন, ‘আমি কেন্দ্রকে অনুরোধ করছি যে অবিলম্বে পর্যাপ্ত সংখ্যক বিমানের ব্যবস্থা করা হোক এবং যত তাড়াতাড়ি সম্ভব সমস্ত পড়ুয়াকে ফিরিয়ে আনা হোক।’
এর আগেই ইউক্রেনের আটক ভারতীয় পড়ুয়াদের ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী। বুধবার ভোট প্রচারে বারাণসী যাওয়ার আগেও তিনি ভারতীয় পড়ুয়াদের ফেরানো নিয়ে কেন্দ্রের ভূমিকার সমালোচনা করেন। মুখ্যমন্ত্রী বলেন, ‘‘কেউ মারা গিয়েছেন, কেউ এ দিক-ও দিক যাওয়ার চেষ্টা করছেন। কেউ বাঙ্কারে অপেক্ষা করছেন, রোমানিয়ায় অপেক্ষা করছেন, খাবার পাচ্ছেন না। সরকার আগেই বিষয়টি জানত, আরও আগে কেন পডুয়াদের ফেরত আনার উদ্যোগ নিল না কেন্দ্র?’’
প্রসঙ্গত, ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শুরু হওয়ার পর পরই রাজ্য সরকার নবান্নে একটি হেল্পলাইন চালু করে। মুখ্যমন্ত্রী জানান, ইউক্রেনে পড়তে যাওয়া পড়ুয়াদের দেশে ফিরিয়ে আনার বিমান ভাড়া রাজ্য সরকার দেবে। এমন কি তাঁদের বাড়ি পর্যন্ত নিঃখরচায় পৌঁছে দেবে নবান্ন।