Narendra Modi

মোদীকে মমতার প্রম্পটার-খোঁচা

তিনিও গুজরাতি জানেন কিন্তু টেলি-প্রম্পটার দেখে সে সব বলতে হয় না বলে কটাক্ষের সুরেই দাবি করেন মমতা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২১ ০৬:২৯
Share:

—ফাইল চিত্র।

সভা-মঞ্চে টেলি-প্রম্পটার দেখে বক্তৃতা করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হুগলির সাহাগঞ্জে বুধবার তৃণমূলের সভায় মমতা জনতার উদ্দেশে বলেছেন, ‘‘এখানে বলতে এলে মাইকের সামনে স্বচ্ছ পর্দা (ট্রান্সপারেন্ট গ্লাস) থাকে। ওটা স্বচ্ছ বলে আপনারা দেখতে পান না।’’ নিজের হাতে ধরা ‘নোট-এর সাদা কাগজের গুচ্ছ দেখিয়ে মমতার সংযোজন, ‘‘এটা সাদা, তাই দেখতে পাচ্ছেন। ওঁরটা দেখতে পান না। ওখানে লেখা ভেসে ওঠে। ওই দেখে দু-এক লাইন বাংলা বলে রাজ্যের মানুষের মন জয় করা যাবে না!’’ তিনিও গুজরাতি জানেন কিন্তু টেলি-প্রম্পটার দেখে সে সব বলতে হয় না বলে কটাক্ষের সুরেই দাবি করেন মমতা। জবাবে রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্যের পাল্টা কটাক্ষ, ‘‘দলের দখলদারি দেখেছি। রাজ্যের দখলদারি কথা শুনেছি। কিন্তু ভাষার উপরে দখলদারি দেখিনি।’’ তাঁর দাবি, ‘‘প্রধানমন্ত্রী যদি টেলি-প্রম্পটার দেখে বলেও থাকেন, তাতে বাংলা ভাষার গৌরব বা মর্যাদার হানি হয় না। বরং, বাংলা ভাষার প্রতি তাঁর সম্মানই প্রকাশ পায়।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement