Mamata Banerjee

Mamata Banerjee: ‘পেন্ডেন্সি ইজ আ টেন্ডেন্সি’, ক্ষুব্ধ মমতার পরামর্শ, ডায়েরি রাখুন, জমা কাজ শেষ করুন

তৃতীয় দফায় রাজ্যের ক্ষমতায় এসে শিল্পে গুরুত্ব দিয়েছেন মমতা। এক সময় বুদ্ধদেব বলেছিলেন, ‘‘ডু ইট নাউ।’’  মমতাও ভাঙতে চাইছেন সেই শ্লথতা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ নভেম্বর ২০২১ ১৫:৫৭
Share:

বৃহস্পতিবার বৈঠকে বারবার শিল্পের কথা মনে করিয়ে দিয়েছেন মমতা। নিজস্ব চিত্র।

এ রাজ্যের পুরনো পড়াই মনে করিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কাজে গতি আনতে হবে। ফেলে রাখা যাবে না। ‘পেন্ডেন্সি ইজ আ ডেন্ডেন্সি’। এই মানসিকতা বদলের ডাক দিলেন মুখ্যমন্ত্রী। প্রশাসনিক কর্তাদের মমতা বলেছেন, ‘‘সবাইকে বলছি, দরকার হলে ডায়েরি রাখুন। যদি রাতে শুতে যাওয়ার সময় মনে হয় কোনও কাজটা হয়নি, তবে সেটাও লিখে রাখুন। পরের দিন আগে সেই কাজটা করুন।’’

হাওড়া জেলার প্রশাসনিক বৈঠক ছিল বৃহস্পতিবার। পুরভোটের মুখেই প্রশাসনিক বৈঠক। জেলার প্রশাসনিক দায়িত্বপ্রাপ্তদের কাছে কোন কাজ কতটা বাকি আছে তার খোঁজ নিচ্ছিলেন মমতা। শিল্পের জন্য জমি দেওয়ার কাজ, ১০০ দিনের কাজের পারিশ্রমিক, রাস্তার কাজ, বিদ্যুৎ সরবরাহের কাজ, একে একে উঠে আসছিল বিভিন্ন প্রসঙ্গ। বিদ্যুৎ সরবরাহের কাজ বাকি শুনেই মুখ্যমন্ত্রী বলেন, ‘‘কাজ ফেলে রাখবেন না। পেন্ডেন্সি ইজ আ টেন্ডেন্সি। এটা করলে চলবে না। কাজ ক্লিয়ার করুন দ্রুত ক্লিয়ার করুন। যেদিনের কাজ সেদিনই শেষ করুন। পরের দিনের জন্য ফেলে রাখবেন না।’’

Advertisement

গ্রাফিক— সনৎ সিংহ।

মমতার এই পরামর্শ শিরোধার্য করে আগামী দিনে জেলার প্রশাসনিক কর্তারা কাজ করবেন কি না বা কতটা করবেন তা সময় বলবে। তবে রাজনৈতিক মহলের একাংশ বলছে, মুখ্যমন্ত্রীর এই পরামর্শ মনে করিয়ে দিচ্ছে তাঁর পূর্বসূরি বুদ্ধদেব ভট্টাচার্যর কথা। তৃতীয় দফায় রাজ্যের ক্ষমতায় আসার পর শিল্পে গুরুত্ব দিয়েছেন মমতা। নিজের আমলে বুদ্ধদেবও দিয়েছিলেন। বুদ্ধদেবও বিভিন্ন দফতরের শ্লথতা কাটাতে বলেছিলেন, ‘‘ডু ইট নাউ।’’

Advertisement

বৃহস্পতিবার বৈঠকে বারবার শিল্পের কথা মনে করিয়ে দিয়েছেন মমতা। জমির জন্য অনুমোদন পাওয়া বা বিদ্যুৎ সরবরাহে দেরি শিল্পে অন্তরায় হতে পারে। তাই মমতা বলেছেন, আমরা যেন ভুলে না যাই শিল্পই আমাদের লক্ষ্য। তার জন্য সবরকম সাহায্য করতে হবে।

১০ বছর বাংলা শাসনের পর বিপুল ভোটে জিতে তৃতীয়বার ক্ষমতায় এসেছে তৃণমূল। মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছিলেন, এবার তাঁর লক্ষ্য হবে রাজ্যের অগ্রগতি এবং শিল্প। বৃহস্পতিবার বৈঠকে মমতা বুঝিয়ে দিলেন রাজ্যের এগিয়ে যাওয়ায় বাধা দিতে পারে এমন সবকিছু সমূলে উৎপাটন করতে চান তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement