১০ বছর কেটে গিয়েছে টানাপড়েনে। সিঙ্গুরের কৃষকদের জমি ফিরিয়ে দিতে তাই আর একটুও দেরি করতে চান না মুখ্যমন্ত্রী। —ফাইল চিত্র।
সিঙ্গুর নিয়ে পরবর্তী পদক্ষেপ স্থির করতে আজ বিশেষ প্রশাসনিক বৈঠক করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুপুর আড়াইটে নাগাদ নবান্নে এই বৈঠক শুরু হয়েছে। জমি ফেরতের প্রক্রিয়ায় যে সব দফতর ওর সরকারি বিভাগ কাজ করবে, সেই সব দফতরের মন্ত্রী ও সচিবরা বৈঠকে রয়েছেন। মুখ্যমন্ত্রী ইউরোপ সফরে থাকাকালীন সিঙ্গুর নিয়ে কোন পথে রাজ্য প্রশাসন এগোবে, তারই দিশা স্থির হবে এই বৈঠকে।
বুধবারই সুপ্রিম কোর্ট জানিয়েছে, ২০০৬ সালে সিঙ্গুরে যে প্রক্রিয়ায় জমি অধিগ্রহণ হয়েছিল, তা অবৈধ ছিল। টাটার কারখানা গড়ার জন্য অঝধিগৃহীত জমি ফের কৃষকদের ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালতের নির্দেশ মতো জমির মালিকানা ফের সিঙ্গুরের কৃষকদের হাতে তুলে দিতে এ বার সরকার কী ভাবে এগোবে, আজ বৃহস্পতিবার নবান্নের বৈঠকে সেই রূপরেখাই স্থির করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর এই বৈঠকে অর্থ, ভূমি, শিল্প সহ বিভিন্ন সংশ্লিষ্ট দফতরের মন্ত্রী ও সচিবরা বৈঠকে রয়েছেন বলে নবান্ন সূত্রের খবর। মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, রাজ্য পুলিশের ডিজি, রাজ্য শিল্পোন্নয়ন নিগমের কর্তারাও বৈঠকে যোগ দিয়েছেন।
মাদার টেরিজার সন্তায়নের অনুষ্ঠানে উপস্থিত থাকতে মমতা বন্দ্যোপাধ্যায় রোম যাচ্ছেন। সেখান থেকে জার্মানি সফর সেরে কলকাতায় ফিরবেন। তিনি এই এক সপ্তাহ ইউরোপ সফরে থাকাকালীন যাতে জমি ফেরতের প্রক্রিয়া থেমে না থাকে, তার জন্যই মূলত আজ বৈঠকে বসেছেন মমতা। আগামী এক সপ্তাহে কী কী কাজ এগিয়ে রাখা যেতে পারে, তা স্থির হবে।
আরও পড়ুন: অকাল বসন্তেও চিন্তা জমির ভবিষ্যৎ নিয়েই
সিঙ্গুর নিয়ে বৈঠক শেষ হওয়ার পর মন্ত্রিসভার বৈঠক বসবে নবান্নে। সিঙ্গুর নিয়ে কী সিদ্ধান্ত হল, সেই বৈঠকেও তা আলোচিত হতে পারে বলে নবান্ন সূত্রের খবর।