ভোটের দিন ঘোষণার পর পরই নির্বাচন কমিশনের বিরুদ্ধে কার্যত, তোপ দাগলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
দলের প্রার্থী তালিকা ঘোষণা করে শুক্রবার মমতা বলেন, ‘‘সব রাজ্যেই এক বা দু’দফায় ভোট প্রক্রিয়া সেরে ফেলা হবে। কেরল, তামিলনাড়ু, পুদুচেরিতে এক আর অসমে দু’দফায় ভোট গ্রহণ হবে। আর আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে সাত দিনে ভোট নেওয়া হবে মোট ছয় দফায়। এটাই চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল, আমাদের সঙ্গে কেমন বিমাতৃসুলভ আচরণ করা হচ্ছে।’’
তা হলে কি তাঁর চিরাচরিত স্টাইলে এ বার নির্বাচন কমিশনের বিরুদ্ধে কোনও ‘লড়াই’য়ে নামবেন মমতা?
তৃণমূল সুপ্রিমোর জবাব, ‘‘আমাদের সঙ্গে বিমাতৃসুলভ আচরণ করা হলেও, আমরা ভোটে লড়ব। যতই বেশি দফায় ভোট হোক না কেন পশ্চিমবঙ্গে, আমরা নির্বাচনে লড়তে ভয় পাই না।’’