Suvendu Adhikari

‘কেন্দ্রীয় অর্থের অপব্যবহার করছে মমতার সরকার’, অর্থমন্ত্রী নির্মলাকে চিঠি শুভেন্দু অধিকারীর

চিঠি লিখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আবেদনের পাশাপাশি শুভেন্দু জানিয়েছেন, পুজো মিটলেই তিনি দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গে দেখা করে সব প্রামাণ্য নথি তাঁর হাতে তুলে দেবেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২২ ১৯:০১
Share:

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনকে চিঠি দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কেন্দ্রের বরাদ্দ অর্থের অপব্যবহার করছে। এমন অভিযোগ জানিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনকে চিঠি পাঠালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার তাঁর পাঠানো ওই চিঠিটি শুক্রবার টুইট করে নিজেই প্রকাশ্যে এনেছেন তিনি। কেন্দ্রীয় সরকারের বরাদ্দ অর্থ সঠিক খাতে ব্যয় না করে অন্যায্য ভাবে নিজেদের সরকারের প্রকল্পের টাকা হিসেবে খয়রাতি করছে রাজ্য, এঅভিযোগ আগেও করেছেন শুভেন্দু। তবে নন্দীগ্রাম বিধায়কেরএ বারের অভিযোগ, নির্দিষ্ট কেন্দ্রীয় প্রকল্পের জন্য বরাদ্দ করা অর্থ লক্ষ্মীর ভান্ডার-সহ রাজ্যের বিভিন্ন প্রকল্পে বেআইনিভাবে ব্যবহার করা হচ্ছে। এই মর্মেই রাজ্য সরকারের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন শুভেন্দু।

Advertisement

মাস কয়েক আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাবলিক ফিনান্স ম্যানেজমেন্ট সিস্টেম (পিএফএমএস) প্রকল্প চালু করেছেন। নির্মলাকে দেওয়া চিঠিতে শুভেন্দু অভিযোগ করেছেন, ওই প্রকল্পকেও নিজেদের নাম চালানোর চেষ্টা করার পাশাপাশি, সেই প্রকল্পের অর্থ রাজ্য সরকারের নামে চালানোর চেষ্টা করছেন। কোন ব্যাঙ্ক মারফত রাজ্য সরকার এই কাজ করছে চিঠিতে তার নামও উল্লেখ করেছেন তিনি। নির্মলাকে পাঠানো চিঠিটি টুইটও করেছেন শুভেন্দু। সেখানে তিনি লিখেছেন, ‘‘একটি বেসরকারি ব্যাঙ্কে পাবলিক ফিনান্স ম্যানেজমেন্ট সিস্টেমে বরাদ্দ অর্থ খরচের জন্য রাজ্যের একটি নোডাল অ্যাকাউন্ট খোলা হয়েছে। ওই ব্যাঙ্কেই আবার রাজ্যের জরুরি ত্রাণ তহবিলের অ্যাকাউন্ট রয়েছে।’’

চিঠি লিখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আবেদনের পাশাপাশি শুভেন্দু জানিয়েছেন, পুজো মিটলেই তিনি দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গে দেখা করে সব প্রামাণ্য নথি তাঁর হাতে তুলে দেবেন।

Advertisement

প্রসঙ্গত, বৃহস্পতিবার তথ্য জানার অধিকার আইনের ক্ষমতাবলে রাজ্য সরকারের অর্থ দফতরের প্রধান সচিব মনোজ পন্থকে নবান্নে ডাকযোগে চিঠি পাঠিয়েছেন বিরোধী দলনেতা। শুভেন্দু অধিকারী বলেন, ‘‘নিয়ম অনুযায়ী উত্তরের জন্য একমাস অপেক্ষা করব। জানি উত্তর পাব না।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement