Mamata Banerjee

‘ট্রেন দুর্ঘটনা’, কবিতা লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

কবিতার শুরুতেই মমতা লিখেছেন, ‘‘এক অজানা দীর্ঘশ্বাস/ ব্যথা বেদনায় শোকাতুর নাভিশ্বাস।’’ ঘটনাচক্রে, গত সপ্তাহে ওড়িশার বালেশ্বরে করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার মুখে পড়ে। প্রাণ যায় ২৮৮ জনের।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৮ জুন ২০২৩ ২১:৫৭
Share:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। —ফাইল চিত্র।

‘ট্রেন দুর্ঘটনা’ শিরোনামে কবিতা লিখলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার ‘ট্রেন দুর্ঘটনা’ শিরোনামে কবিতাটি সমাজমাধ্যমে প্রকাশ পায়। কবিতার শুরুতেই মমতা লিখেছেন, ‘‘এক অজানা দীর্ঘশ্বাস/ ব্যথা বেদনায় শোকাতুর নাভিশ্বাস।’’ ঘটনাচক্রে, গত সপ্তাহে ওড়িশার বালেশ্বরে করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার মুখে পড়ে। প্রাণ যায় ২৮৮ জনের। ট্রেন দুর্ঘটনার পর বালেশ্বরের কাছে বাহানাগার যে ভয়াবহ দৃশ্য প্রকাশ্যে এসেছিল, তারই প্রতিচ্ছবি রয়েছে মুখ্যমন্ত্রীর কবিতায়। তিনি লিখেছেন, ‘‘এখনও ভাসছে ঘ্রাণে দুর্গন্ধ/ লাশকাটা ঘরে ওরা ঘুমোচ্ছে/ একেবারে শেষ ঘুম।’’

Advertisement

বাহানাগায় ট্রেন দুর্ঘটনার পর দিনই দুর্ঘটনাস্থলে গিয়েছিলেন মমতা। সেখানে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেছিলেন, ‘‘আমাদের কাছে যেটা খবর, ট্রেনের ৬০ শতাংশ লোকই বাংলার।’’ দ্বিতীয় দফায় ওড়িশায় গিয়ে মঙ্গলবার তিনি কটকে গিয়েছিলেন সেখানকার হাসপাতালে ভর্তি এ রাজ্যের বাসিন্দাদের দেখতে। সেখানে মমতা জানান, এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গের ১০৩ জনের দেহ শনাক্ত হয়েছে। নিখোঁজ রাজ্যের ৩১ জন যাত্রী।

ট্রেন দুর্ঘটনা নিয়ে প্রথম থেকেই সরব মমতা। দুর্ঘটনার দিনই রেলের সুরক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি। পরে তাঁর অভিযোগ, রেলের গাফিলতির জন্যই এত বড় ঘটনা ঘটেছে। এত মানুষের প্রাণ গিয়েছে। মুখ্যমন্ত্রীর আরও অভিযোগ, ঘটনার প্রকৃত অভিঘাত আড়াল করতে মৃতদেহ লুকিয়ে রাখা হচ্ছে। নিখোঁজ বলে চালানো হচ্ছে। সেই ট্রেন দুর্ঘটনা নিয়ে শোরগোলের মধ্যে এ বার একটি কবিতাও লিখলেন মমতা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement