মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।—ছবি পিটিআই।
জম্মু-কাশ্মীরের তিন প্রাক্তন মুখ্যমন্ত্রীকে কোথায় রাখা হয়েছে, তা নিয়ে প্রশ্ন তুললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
স্বাধীনতা দিবসের প্রাক্কালে বুধবার বেহালায় এক অনুষ্ঠানে মমতা বলেন, ‘‘কাশ্মীরের তিন মুখ্যমন্ত্রীকে কোথায় রাখা হয়েছে, তা জানার অধিকার নেই? এটা জানার অধিকার দেশের মানুষের নেই?’’ জম্মু-কাশ্মীর নিয়ে কেন্দ্রীয় সরকারের সাম্প্রতিক পদক্ষেপে অসন্তোষ প্রকাশ করে তিনি আরও বলেন, ‘‘এই প্রশ্নটা করার জন্য আমাকে গ্রেফতার করা হতে পারে।’’
কিন্তু তার জন্য কোনও ভাবেই দেশের স্বার্থে সরব হতে তিনি পিছপা হবেন না বলে স্পষ্ট হুঁশিয়ারিও দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, ‘‘সিবিআই লাগিয়ে আমাকে গ্রেফতার করলে করুক। কিন্তু যতদিন বাঁচব, বাঘের বাচ্চার মতো মাথা উঁচু করে বাঁচব।’’
কাশ্মীর নিয়ে সাম্প্রতিক পরিস্থিতির প্রসঙ্গে ফের মমতা বলেন, ‘‘যে পদ্ধতিতে ৩৭০ অনুচ্ছেদ বাতিল করা হয়েছে, তার বিরোধিতা করছি। এখনও বিশ্বাস করি, সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে এটা করলে শান্তিপূর্ণ হত ব্যাপারটা। কোনও সমস্যা হত না।’’ কাশ্মীরীদের দেশের সঙ্গে সংযুক্ত রাখার আবেদন জানিয়ে মমতা বলেন, ‘‘কাশ্মীরীদের বিপদের দিনে শারীরিক ভাবে আমরা পাশে দাঁড়াতে পারিনি ঠিকই। কিন্তু মানসিক ভাবে ওঁদের পাশেই আছি। আমরা সংযুক্ত ভারত দেখতে চাই।’’