TMCP

TMCP: ভার্চুয়াল সভায় আজ মমতার সঙ্গে ছাত্ররা

প্রতিষ্ঠা দিবসে আজ বেলা ২টোয় ভার্চুয়াল পদ্ধতিতে বক্তৃতা করবেন তৃণমূলনেত্রী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৮ অগস্ট ২০২১ ০৬:০৬
Share:

ফাইল চিত্র।

ছাত্র রাজনীতিতে তাঁদের করণীয় নিয়ে প্রশ্ন থাকতে পারে। থাকতে পারে নতুন ভাবনাও। সে সব মাথায় রেখেই আজ শনিবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে সরাসরি মতবিনিময় করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement

প্রতিষ্ঠা দিবসে আজ বেলা ২টোয় ভার্চুয়াল পদ্ধতিতে বক্তৃতা করবেন তৃণমূলনেত্রী। কলকাতা সহ রাজ্যের সব জেলায় সেই বক্তৃতা সম্প্রচারের জন্য বড় পর্দার ব্যবস্থা করা হয়েছে। সংগঠনের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য জানিয়েছেন, ‘‘দিদি যদি কারও সঙ্গে কথা বলতে চান, তার ব্যবস্থা থাকবে। তবে অসংখ্য নেতা ও কর্মী এই ভার্চুয়াল সভায় থাকবেন। সকলের জন্যে সেই ব্যবস্থা করা সম্ভব নয়। তবে তাঁরাও নেত্রীর মতামত জানতে পারবেন।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement