Mamata Banerjee

এনপিআর না করতে সব রাজ্যকে বলবেন মমতা

এ রাজ্যে আগেই এনপিআর এবং এনআরসি কার্যকর না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২০ ০২:৪৯
Share:

মমতা বন্দ্যোপাধ্যায়। —ফাইল চিত্র।

ন্যাশনাল পপুলেশন রেজিস্টার (এনপিআর) না করতে সব রাজ্যের কাছে আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার বিধানসভায় তিনি বলেন, ‘‘আমি সব রাজ্যকে চিঠি দেব এনপিআর না করার জন্য।’’ এই প্রসঙ্গে বিরোধী কংগ্রেস ও বাম বেঞ্চের লক্ষ্য করে তিনি বলেন, ‘‘কেরল, রাজস্থান পুদুচেরি ও ছত্তিশগড়ে আপনারা আছেন। সবাইকে বলব।’’

Advertisement

মুখ্যমন্ত্রীর এদিনের বক্তব্য সম্পর্কে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘‘এনআরসি, এনপিআর-এর বিরোধিতায় লোকসভা ভোটের আগেও মুখ্যমন্ত্রী বিরোধীদের ডেকেছিলেন। কিন্তু তাঁরা দেখেছেন, তাতে লাভ নেই। তাই সবাই ওঁকে ছেড়ে চলে গেছে।’’ প্রসঙ্গত, এ রাজ্যে আগেই এনপিআর এবং এনআরসি কার্যকর না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement