Doraisamy Raja

ধর্মতলার মঞ্চে ফের মমতা

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২০ ০২:২৬
Share:

পার্ক সার্কাসে সিপিআইয়ের সাধারণ সম্পাদক ডি রাজা এবং অতুল আনজান।—নিজস্ব চিত্র।

নতুন নাগরিকত্ব আইনের প্রতিবাদে ধর্মতলায় তৃণমূলের অবস্থান মঞ্চে সোমবার ফের যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছাত্র সংগঠনের এই কর্মসূচি শুরু হয়েছিল গত ১১ জানুয়ারি। মাঝে এই কর্মসূচির দায়িত্বে ছিল তৃণমূলের মহিলা ও শ্রমিক সংগঠন। সরস্বতী পুজোর পর থেকে ছাত্র সংগঠন ফের এই অবস্থান শুরু করেছে। এদিন মমতা জানিয়েছেন, ৬ ফেব্রুয়ারি অবস্থান করবে দলের কৃষক সংগঠন। এদিকে এদিনই পার্ক সার্কাসে শুরু অবস্থানে আন্দোলনকারীদের সঙ্গে দেখা করেন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। সেখানেই তাঁদের পাশে থাকার কথা জানিয়ে তিনি বলেন, ‘‘এই কর্মসূচি স্বাধীনতা যুদ্ধের মতোই। মা-বোনেরা যে ভাবে সব কিছু উপেক্ষা করে এই কর্মসূচিতে এসেছেন, তাতে এই দাবির জয় হবেই।’’

Advertisement

কলকাতায় দলের জাতীয় পরিষদের বৈঠকে যোগ দিতে এসে এদিন সন্ধ্যায় পার্ক সার্কাসে গিয়েছিলেন সিপিআইয়ের সাধারণ সম্পাদক ডি রাজা এবং অতুল আনজান।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement