Mamata Banerjee

‘দিদিকে বলো’-র ৫০০ দিন, এসেছে ২৮ লক্ষ ফোন, কথোপকথন ৮০ লক্ষ মানুষের সঙ্গে, টুইটে জানালেন মুখ্যমন্ত্রী মমতা

২০১৯ সালের ২৯ জুলাই শুরু হয়েছিল ‘দিদিকে বলো’। রাজ্যের মানুষের সমস্যা এক ফোনেই সমাধান করতে কর্মসূচির সূচনা করেছিলেন মুখ্যমন্ত্রী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ জানুয়ারি ২০২১ ১২:৫৭
Share:

২০১৯ লোকসভা ভোটের পর চালু হওয়া এই কর্মসূচির প্রায় দেড় বছর পেরিয়ে যাওয়ার পর সাফল্য তুলে ধরলেন স্বয়ং ‘দিদি’।

৫০০ দিন পেরিয়ে গেল ‘দিদিকে বলো’ প্রকল্প। টুইট করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লিখলেন, ‘আমার উদ্যোগ ‘দিদিকে বলো’ কর্মসূচির ৫০০ দিন পূর্ণ হওয়াতে খুশি। এই সময়ের মধ্যে ২৮ লক্ষ মানুষ ফোন করেছেন ৯১৩৭০৯১৩৭০ নম্বরে। ৮০ লাখেরও বেশি মানুষের সঙ্গে কথোপকথন হয়েছে। আমি ধন্যবাদ জানাই প্রত্যেককে, যাঁরা পাশে থেকেছেনও সাড়া দিয়েছেন’।

Advertisement

২০১৯ লোকসভা ভোটের পর চালু হওয়া এই কর্মসূচির প্রায় দেড় বছর পেরিয়ে যাওয়ার পর সাফল্য তুলে ধরলেন স্বয়ং ‘দিদি’।

২০১৯ সালের ২৯ জুলাই শুরু হয়েছিল ‘দিদিকে বলো’। রাজ্যের মানুষের সমস্যা এক ফোনেই সমাধান করতে কর্মসূচির সূচনা করেছিলেন মুখ্যমন্ত্রী। এ নিয়ে বিভিন্ন স্তরে আলোচনায়ও হয়েছিল দেদার। ফোনে যোগাযোগ করতে পারা, না পারা নিয়ে কটাক্ষও করেছিলেন বিরোধীরা। উল্টো দিকে, মুখ্যমন্ত্রী হিসাবে নয়, পরিচিত ‘দিদি’ ভাবমূর্তিকেই তুলে ধরতে চেয়েছিলেন মমতা। সেই ডাকে মানুষ বিপুল সাড়া দিয়েছেন বলেই এ বার দাবি করলেন তিনি।

Advertisement

বুধবার একাধিক সরকারি প্রকল্পের সাফল্য তুলে ধরতে বিস্তারিত সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেখানে দেশ বিদেশের অতিথিরা যেমন ছিলেন, তেমন ছিলেন সাংবাদিকরাও। মুখ্যমন্ত্রী সেই বৈঠক থেকেই তুলে ধরেন রাজ্য সরকারের একাধিক সাফল্যের কথা। ১০০ দিনের প্রকল্পে রাজ্য সরকার দেশের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে, এ তথ্য দেন মুখ্যমন্ত্রী। ‘দুয়ারে সরকার’ ও ‘পাড়ায় সমাধান’ নিয়ে দু’টি পুস্তিকাও প্রকাশ করা হয়।

পরের দিন, অর্থাৎ বৃহস্পতিবার ফের অন্য এক প্রকল্পের সাফল্যের কথা তুলে ধরলেন তিনি। লিখলেন, ‘‘দিদিকে বলো’ কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের প্রতিক্রিয়ার ভিত্তিতে একাধিক পদক্ষেপ করেছে সরকার। কার্যকর করা হয়েছে ষষ্ঠ বেতন কমিশন। সামাজিক সুরক্ষা যোজনা বৃদ্ধি করা হয়েছে। শুরু হয়েছে পথশ্রী, দুয়ারে সরকার, পাড়ায় সমাধান, জয় জোহর, স্নেহের পরশ, প্রচেষ্টা প্রকল্প, তফশিলি বন্ধুর মতো নানা সামাজিক কর্মসূচি’।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement