Mamata Banerjee

ইন্ডোরে দলের সভায় আজ পথনির্দেশ মমতার

দুর্নীতির অভিযোগে দলের দুই মন্ত্রী জেলে যাওয়ার পরে প্রথম বড় নির্বাচন হতে চলেছে কয়েক মাসের মাথায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৩ নভেম্বর ২০২৩ ০৭:০৪
Share:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। —ফাইল চিত্র।

লোকসভা ভোটের কথা মাথায় রেখে আজ, বৃহস্পতিবারই তৃণমূল কংগ্রেসকে পথনির্দেশ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। দলের সর্ব স্তরের পদাধিকারী ও জনপ্রতিনিধিদের সামনে সংগঠন নিয়ে নিজের ভাবনা স্পষ্ট করে দিতে পারেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।

Advertisement

দুর্নীতির অভিযোগে দলের দুই মন্ত্রী জেলে যাওয়ার পরে প্রথম বড় নির্বাচন হতে চলেছে কয়েক মাসের মাথায়। তার আগে আজ রাজ্যের সব স্তরের জনপ্রতিনিধি ও সংগঠকদের বৈঠকে তারই প্রস্তুতি-পরিকল্পনা জানাবেন তৃণমূল নেত্রী। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দলের এই বিশেষ অধিবেশনে বিভিন্ন স্তরে কম-বেশি ১২ হাজার নেতা-সংগঠককে ডাকা হয়েছে। পঞ্চায়েত ভোটের আগে কয়েক মাস ধরে ১০০ দিনের কাজের বকেয়া টাকার দাবিতে অভিষেক যে প্রচার শুরু করেছিলেন, তার প্রথম পর্ব শেষ হয়েছিল রাজভবনের সামনে ধর্নায়। সেখানেই তিনি ঘোষণা করেছিলেন এই আন্দোলনের দ্বিতীয় পর্বের নেতৃত্বে থাকবেন তৃণমূল নেত্রী। সেই মতোই ডাকা আজকের সভায় মমতা দলের করণীয় ঠিক করে দেবেন বলে মনে করা হচ্ছে। বিশেষ অধিবেশনের প্রস্তুতি-পর্বে নেতাজি ইন্ডোরের মঞ্চে যে ব্যানার লাগানো হয়েছে, তাতে এখনও পর্যন্ত প্রধান বক্তা হিসেবে শুধু তৃণমূল নেত্রীর কথাই উল্লেখ করা হয়েছে। ছবিও তাঁরই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement