Arrest

হাওড়ায় পেট্রল পাম্পে হামলার ঘটনায় গ্রেফতার দু’জন

গত ৪ অগস্ট জগাছা থানা এলাকার একটি পেট্রল পাম্পে হামলার ঘটনা ঘটেছিল। পুলিশ সূত্রে খবর, বাইকে চেপে ছ’জন যুবক এসে হামলা চালিয়েছিলেন পেট্রল পাম্পে। তাঁদের হামলায় কৌশিক মান্না এবং বিনোদ যাদব নামে দু’জন কর্মীকে বেধড়ক মারধর করা হয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

হাওড়া শেষ আপডেট: ০৮ অক্টোবর ২০২৪ ২৩:৩২
Share:

—প্রতীকী চিত্র।

হাওড়ায় পেট্রল পাম্পে হামলার ঘটনায় দু’জনকে গ্রেফতার করল পুলিশ। পুলিশ সূত্রে খবর, সিসিটিভি ফুটেজ থেকে অভিযুক্তদের চিহ্নিত করে গ্রেফতার করা হয়েছে।

Advertisement

গত ৪ অগস্ট জগাছা থানা এলাকার একটি পেট্রল পাম্পে হামলার ঘটনা ঘটেছিল। পুলিশ সূত্রে খবর, বাইকে চেপে ছ’জন যুবক এসে হামলা চালিয়েছিলেন পেট্রল পাম্পে। তাঁদের হামলায় কৌশিক মান্না এবং বিনোদ যাদব নামে দু’জন কর্মীকে বেধড়ক মারধর করা হয়। তাঁরা হাসপাতালে ভর্তি। পেট্রল পাম্পের টাকাও ছিনতাই করা হয়েছিল। ঘটনার পর থেকেই পলাতক ছিলেন হামলাকারীরা। ওই ঘটনার তদন্তে নামে পুলিশ। সিসি ফুটেজের সূত্র ধরে মহম্মদ আশরাফ এবং সলমন আলি মোল্লা নামে দু’জনকে গ্রেফতার করে জগাছা থানার পুলিশ।

তদন্তকারীরা মনে করছেন, দুই ধৃতকে জেরা করে বাকিদের গ্রেফতার এবং ছিনতাই হওয়া টাকা উদ্ধার করা সম্ভব হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement