রাজ্যপাল জগদীপ ধনখড় ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।—ফাইল চিত্র।
বাজেট অধিবেশনে ভাষণের জন্য রাজ্যপাল জগদীপ ধনখড়কে ধন্যবাদ ও শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার জবাবি ভাষণে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘রাজ্যপাল কষ্ট করে এসেছেন, বক্তৃতা করেছেন। সে জন্য তাঁকে ধন্যবাদ জানাচ্ছি। তিনি সুস্থ থাকুন, ভাল থাকুন। তাঁর পরিবারের সুখ, সমৃদ্ধি এবং দীর্ঘায়ূ কামনা করি।’’
প্রসঙ্গত, এবার বাজেট অধিবেশন শুরুর আগে রাজ্যপালের বক্তৃতা নিয়ে জল্পনা শুরু হয়েছিল নানা মহলে। রাজ্য সরকারের সঙ্গে রাজ্যপালের মতপার্থক্যের ছায়া তাঁর বক্তৃতায় থাকতে পারে, এই ধারণাও জোরদার হয়েছিল। তবে সেই বিবাদ এড়িয়ে বিধানসভায় রাজ্য সরকারের চূড়ান্ত করে দেওয়া বক্তৃতা পড়েন ধনখড়। তবে তার পরদিনই একটি অনুষ্ঠানে গিয়ে ফেল রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। শুধু তাই নয়, সমবার্তন নিয়ে বিরোধের জেরে বৃহস্পতিবারই পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে শো কজ করেছেন তিনি।