চাঁদে গিয়ে থাকুন, কটাক্ষ মমতার

মমতার কটাক্ষ, ‘‘এখন যাঁরা লাফালাফি করছেন, সেই বিজেপির নেতাদের থাকার জন্য চাঁদে জমি কিনে বহুতল বানিয়ে দিন। ওখানে গিয়ে থাকবেন ওঁরা।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০১৯ ০৪:৫০
Share:

ফাইল চিত্র।

চাঁদের মাটিতে ‘চন্দ্রযান’-এর পদার্পণের দিনেই কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার বিধানসভায় এনআরসি প্রসঙ্গে বলতে গিয়ে মমতা চন্দ্রযান নিয়ে কেন্দ্রকে বিঁধে বলেন, ‘‘দেশে আর্থিক বিপর্যের মধ্যে মানুষের দৃষ্টি অন্য দিকে ঘোরানোর জন্য চন্দ্রযান-২ –এর প্রচার চলছে।’’ দেশে এ ধরনের মহাকাশ অভিযান নতুন নয়, সে কথা উল্লেখ করে মমতার বক্তব্য, ‘‘সব কৃতিত্ব ওরা একাই নিতে চায়!’’ এর পরেই মমতার কটাক্ষ, ‘‘এখন যাঁরা লাফালাফি করছেন, সেই বিজেপির নেতাদের থাকার জন্য চাঁদে জমি কিনে বহুতল বানিয়ে দিন। ওখানে গিয়ে থাকবেন ওঁরা।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement