ব্রাজিল থেকে আমন্ত্রণ এল মুখ্যমন্ত্রীর, যাচ্ছেন অরূপ

পশ্চিমবঙ্গের সঙ্গে লাতিন আমেরিকার এই দেশটির অন্য যোগসূত্রও রয়েছে। ব্রাজিল থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সেখানকার জল সংরক্ষণ ও সেচ ব্যবস্থা দেখার আমন্ত্রণ এসেছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০১ নভেম্বর ২০১৭ ০৩:২৬
Share:

ফাইল চিত্র।

অনূর্ধ্ব ১৭-র বিশ্বকাপের আসরে ব্রাজিলের হয়ে গলা ফাটিয়েছিল কলকাতা। যা দেখে বিস্মিত হয়েছিলেন ব্রাজিলের কোচ ফুটবলাররা। তবে যোগসূত্র শুধু ফুটবলেই নয়, পশ্চিমবঙ্গের সঙ্গে লাতিন আমেরিকার এই দেশটির অন্য যোগসূত্রও রয়েছে। ব্রাজিল থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সেখানকার জল সংরক্ষণ ও সেচ ব্যবস্থা দেখার আমন্ত্রণ এসেছে। সেই আমন্ত্রণ গ্রহণ করেছে নবান্ন। তবে মুখ্যমন্ত্রী সেখানে যাচ্ছেন না। ব্রাজিলে তিনি পাঠাচ্ছেন পূর্ত ও ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে। অরূপ সেখানে গিয়ে জল সংরক্ষণ ও সেচের কাজও দেখার পাশাপাশি ফুটবলার তৈরির প্রস্তুতি, বিভিন্ন প্রশিক্ষণ শিবির এবং স্টেডিয়াম দেখে আসবেন। অরূপের কথায়, ‘‘এ দেশে অনূর্ধ্ব ২০-র বিশ্বকাপ আয়োজনের চেষ্টা চলছে। সে ক্ষেত্রে এই অভিজ্ঞতা কাজে লাগবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement